Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তৈমুরের পর কে আসতে চলেছে সইফ-করিনার ঘরে? আগাম জানিয়ে দিল সইফ

Updated :  Thursday, September 17, 2020 5:15 PM

এই লকডাউনে বিনোদন জগত থেকে আসছ একের পর এক গুডনিউ। বলিমহলে একটু ঢুঁ দিলেই দেখা যাবে হয় কেউ ডেট করছেন, অথবা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অথবা বাড়িতে নতুন সদস্যের আসাতে দিন গুনছেন। সেরকমই একদিকে যখন মাদকযোগ নিয়ে বলিউড উত্তাল, অন্যদিকে সুখবর শোনালেন সইফ-করিনা তো কখনো অনুষ্কা-বিরাট।

এই নিয়ে দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা। কয়েক মাস হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন বেবো। সেখানে নিজের ছবির পাশাপাশি নিয়মিত সাইফ আলী খান আর তৈমুরের ছবিও পোস্ট করেন। ভাগ করে নিয়েছেন দ্বিতীয় সন্তান আসার খবর। প্রসঙ্গত, ২০১২ সালে সাইফ-করিনার বিয়ে করেন। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দেন ‘সাইফিনা’। এরপর কোল আলো করে ২০১৬ সালের ডিসেম্বরে কোল আলো করে আসে তৈমুর। এবার আবার দ্বিতীয় সন্তান আসার জন্য দিন গুনছেন বেবো ও সইফ।

ছোট্ট ভাই বা বোন আসার আনন্দে ডগমগ তৈমুরও। খেলার সাথী পাওয়ার আসায় ছোট্ট তৈমুরও অপেক্ষায়।

 

View this post on Instagram

 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

কিন্তু মেয়ের খবর শুনে বাবা বাবা রণধীর কাপুর কী বললেন? এই ব্যপারে, রণধীর কাপুর স্পষ্ট জানান যে ছেলে বা মেয়ের ব্যপার নিয়ে মাথা ঘামতে একদম রাজী নন তিনি। করিনাকে প্রশ্ন করা হলে জবাব দেন, “ছেলে হোক বা মেয়ে, তাঁরা চান সুস্থ সন্তান আসুক।”

 

View this post on Instagram

 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

 

View this post on Instagram

 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

তৈমুর আসার সময় করিনার ওজন অনেক বেড়ে গিয়েছিল। জিরো ফিগার নিমিষে বদলে গিয়েছিলো। করিনা জানান সেইসময় তিনি নাকি খুব করে ঘিয়ে ভাজা পরোটা থেকে বেসনের লাড্ডু খেয়েছিলেন, যার পরিনামে একটু বেশি মোটা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

তৈমুরের পর কে আসতে চলেছে সইফ-করিনার ঘরে? আগাম জানিয়ে দিল সইফ

তৈমুরের পর কে আসতে চলেছে সইফ-করিনার ঘরে? আগাম জানিয়ে দিল সইফ

এবারেও অভিনেত্রী চিকিতসকের ডায়েট মেনেই খাওয়া দাওয়া করছেন। এখনও পর্যন্ত সুস্থ আছে হবু মা ও সন্তান।

 

View this post on Instagram

 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on