Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Koel Mallick: ফের মা হতে চলেছেন কোয়েল মল্লিক? ভাইরাল হওয়া ভিডিওতে ঢিলেঢালা পোশাকে স্পষ্ট ‘বেবি বাম্প’

Updated :  Monday, January 24, 2022 7:49 PM

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। ‘নাটের গুরু’ ছবিতে জিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পরিচয় ভাঙিয়ে নয়, নিজের দক্ষতা ও প্রতিভার জোরেই অভিনয় জগতে নিজের একটা পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। তবে লকডাউন চলাকালীন ২০২০’তেই মা হয়েছেন অভিনেত্রী। এক ফুটফুটে পুত্র সন্তান কোল আলো করে এসেছে তার। নাম রেখেছেন কবীর। মা হওয়ার কারণেই একটা লম্বা বিরতি নিয়েছিলেন বড়পর্দা থেকে। তবে ধীরে ধীরে এবার পুরোদমে কাজে ফিরেছেন অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ কোয়েল। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে আবারো ঢিলেঢালা পোশাকে অভিনেত্রীর বেবি বাম্প লক্ষ্য করা গিয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মাঝে প্রশ্ন উঠেছে তবে কি আবারও মা হতে চলেছেন অভিনেত্রী? তবে বিষয়টা তেমন নয়, সবটাই আসলে শুটিংয়ের খাতিরে। অভিনেত্রী এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে স্পষ্ট লিখে দিয়েছেন, ‘বনি’ ছবির অফস্ক্রিন দৃশ্য।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্প ‘বনি’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। এই ছবিতে প্রতিভার চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। আর প্রবাসী বাঙালি সব্যসাচীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। নিজেদের প্রথম সন্তান আসার খবরে খুশি ছিলেন দুজনেই। তবে তার জন্মের পর জানা যায় সে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক নয়। সেই অস্বাভাবিক বাচ্চাকে নিয়েই চলে চক্রান্ত। সেই চক্রান্তের কথা কোন ভাবে জেনে যায় প্রতিভা ও সব্যসাচী। তারা কিভাবে নিজেদের সন্তানকে রক্ষা করবে! এই রহস্যের সমাধানই বা কি হবে? এই গল্পের উপর ভিত্তি করেই এগোবে সিনেমা।

গতবছর পুজোর সময় মুক্তি পেয়েছে এই ছবি। সম্প্রতি টেলিভিশনের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হিসেবে দেওয়া হয়েছে এই ছবি। ২৬’শে জানুয়ারি জলসা মুভিজে রাত ৯’টায় দেখানো হবে ছবিটি। বনির গল্প জানতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।