Mira Rajput Kapoor…..Girl from another world সদ্য পোস্ট করেছেন তাঁর বেবী বাম্পের ছবি। তবে কি আবার মা হতে চলেছেন শাহিদ ঘরণী মীরা রাজপূত কাপুর? লকডাউনের মাঝে করিনা-সইফ ঘোষণা করে ফেললেন তৈমুরের পর, তাঁদের পরিবারের আবার এক সন্তান আসতে চলেছে। অন্যদিকে বিরাট-অনুষ্কার ঘরেও আসতে চলেছে নতুন অতিথি। এবার কি তবে শাহিদ-মীরার পালা?
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমেয়ে মিশা, ছেলে জইনের পর, ফের নাকি শাহিদের পরিবারে আসতে পারে নতুন সদস্য, এমনই খবর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে যেই মাত্র এই খবর মীরার কানে পৌঁছায়, ব্যাস তিনি হাজির হয়ে গেলেন এর উত্তর দিতে।
View this post on Instagram
মীরা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,”তৃতীয় সন্তান? হাম দো হামারে দো!” একদম জল ঢেলে দিলেন মীরা। তারমানে বৃথাই শোরগোল। তবে একথা ঠিক যে,এই লকডাউন পর্বে অতিথি সমাগমে হিড়িক পরে গেছে বলিউডে। দেখতে থাকুন আর কার কার গোপন গল্প বেরিয়ে আসে।