ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়া এবং আম্রপালি দুবে (Amrapali Dubey)। একসাথে দর্শকদের বহু ব্লকবাস্টার হিট উপহার দিয়েছেন তাঁরা। নিরাহুয়ার সাথে আম্রপালির অনস্ক্রিন রোম্যান্টিকতার মুগ্ধ দর্শকদের একাংশ একসময় অনুমান করেছিলেন, বাস্তবেও তাঁরা স্বামী-স্ত্রী। নিরাহুয়ার সাথে আম্রপালির গোপন বিয়ের গুঞ্জনে সরগরম হয়েছিল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু পরে নিরাহুয়া এই গুজব নাকচ করে দিয়ে বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগেই তাঁর সাথে বিয়ে হয়েছে মনসা দেবী (Mansa Devi)-র। তবে নিরাহুয়ার স্ত্রী ও ছেলেমেয়েরা স্পটলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। সম্প্রতি আম্রপালির জন্মদিনে আরও একবার তাঁর অনুরাগীদের একাংশ বুঁদ হলেন নস্টালজিয়ায়।
চলতি বছর সাঁইত্রিশের কোঠায় পদার্পণ করলেন আম্রপালি। কিন্তু এই দিনের কোনো ছবি বা ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেননি তিনি। নিজের জন্মদিনকে ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন আম্রপালি। অপরদিকে তাঁর অনুরাগীদের একাংশ প্রিয় নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবারও মেতেছেন নিরাহুয়া-আম্রপালি রসায়নে। নিরাহুয়া-আম্রপালি জুটি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক স্তরে। বর্তমানে দেশে-বিদেশে একাধিক শো করেন তাঁরা। গত বছর মুম্বই এয়ারপোর্টে দেখা মিলেছিল এই জুটির। লন্ডনে একটি শো করতে যাওয়ার পথে ক্যামেরাবন্দি হন নিরাহুয়া ও আম্রপালি।
2014 সালে মুক্তি পেয়েছিল ভোজপুরি ফিল্ম ‘নিরাহুয়া হিন্দুস্তানি’। এটি ছিল আম্রপালির ডেবিউ ফিল্ম। এই ফিল্মেই প্রথমবার দেখা মিলেছিল নিরাহুয়া-আম্রপালি জুটির। ফিল্মটি সুপারহিট হওয়ার সাথে সাথেই এই জুটিও অপরিহার্য হয়ে ওঠে ভোজপুরি দর্শকদের কাছে। তবে আম্রপালির অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের মাধ্যমে। 2009 সালে ‘তেরি পলক কি ছাঁও মে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল আম্রপালির।
ভোজপুরি ফিল্মের পাশাপাশি কয়েকটি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ইন্সটাগ্রামে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেও কাজ শুরু করেছেন আম্রপালি। সম্প্রতি অনুরাগীদের সাথে ‘কিউ অ্যান্ড এ’ সেশনে জানা গিয়েছে, আম্রপালি সিঙ্গল নন। তবে তিনি কার সাথে সম্পর্কে আছেন তা খোলসা করেননি নায়িকা।