শুভব্রত সরকার: অনেকদিনের তুমুল জল্পনা কে প্রায় সঠিক প্রমাণ করে, বিজেপিতে যোগদানের পূর্বাভাস দিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা তথা বিধান নগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্ত। সোমবারই তিনি তার গণেশ পূজার প্যান্ডেল উদ্বোধনে মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন কে আমন্ত্রণ জানিয়ে সকলকে চমক লাগিয়ে দেন। তাদের কথাবার্তা শুনে প্রায় ধরে নেওয়া যায় সব্যসাচী দত্তের গেরুয়া শিবিরে যোগদান প্রায় নিশ্চিত। দিলীপ ঘোষ বললেন, ‘রং মিলে গিয়েছে। এবার মন মিলতেও বেশি সময় লাগবে না।
পশ্চিমবঙ্গে এখন একটাই রং। সকলে সেদিকেই যাচ্ছে।’রোববার থেকেই মুকুল রায়ের সব্যসাচীর গণেশ প্যান্ডেল উদ্বোধন করতে আসার কথা সল্টলেকে ছড়িয়ে যায়, কিন্তু উদ্বোধনের সময় মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন এবং কিছু পর্যবেক্ষকদের দেখা যায়। সন্ধ্যা বেলার দিকে উপস্থিত হন রাহুল সিনহাও।অনুষ্ঠানে এসে মুকুল রায় সব্যসাচীর খুব প্রশংসা করেন এবং সব্যসাচীকে পরিশ্রমিক এবং দায়িত্ববান বলে সম্বোধন করেন। প্রসঙ্গত দিলীপ ঘোষ অতি সম্প্রতি একটি বক্তৃতায় বলেছিলেন, একজন মেয়র এসছে ,আরেক জন মেয়র ও আসবে। সব্যসাচী এর আগে বলেছিলেন দল ছাড়লে তিনি দলবল নিয়ে দল বদল হবেন। এবং গতকাল রাজ্য বিজেপির মাথা দের নিয়ে তার কথা শুনে বোঝা যায় তিনি বিজেপির ই পথে।