Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shubman Gill: সারা আলি খানের সাথে গোপনে সময় কাটাচ্ছেন শুভমান গিল? বিমানবন্দরের ছবি ফাঁস সোশ্যাল মিডিয়ায়

Updated :  Thursday, February 2, 2023 5:50 PM

ভারতের তরুণ ওপেনার শুভমান গিল এই মুহূর্তে ধ্বংসাত্মক ব্যাটিং এবং রঙিন জীবনযাপনের জন্য টাইমলাইনে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যক্তিগত শত রানের ইনিংস খেলে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ফেভারিট হয়ে উঠেছেন তিনি। এক কথায়, বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছেন ভারতীয় এই ক্রিকেটার। আর এরই মাঝে নিজের ব্যক্তিগত জীবনের রঙিন সময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় চোখে হট কেক হয়ে উঠেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় এই ক্রিকেটারের একটি ছবি জায়গা পেয়েছে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে। সেখানে দেখা গেছে, বলিউড অভিনেত্রী সারা আলি খানের সাথে একান্তে সময় কাটাচ্ছেন শুভমান গিল। ধারণা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিটি একটি বিমানবন্দরের রেস্টুরেন্টের। যেখানে দুজন পাশাপাশি বসে খাওয়ার পাশাপাশি খাস গল্পে মত্ত রয়েছেন। যিনি ছবিটি শেয়ার করেছেন তিনি দাবি করেছেন যে, ছবিটিতে থাকা ব্যক্তিটি ভারতীয় ক্রিকেটার শুভমান গিল।
Shubman Gill: সারা আলি খানের সাথে গোপনে সময় কাটাচ্ছেন শুভমান গিল? বিমানবন্দরের ছবি ফাঁস সোশ্যাল মিডিয়ায়

আপনাদের জানিয়ে রাখি, এই প্রথমবার নয় যে শুভমান গিলের সঙ্গে সারা আলি খানকে দেখা গেল। ইতিপূর্বে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে একত্রে দেখা গিয়েছিল এই জুটিকে। পাশাপাশি ইংল্যান্ডের বিমানবন্দরেও সারা আলী খানের সাথে দেখা গিয়েছিল ভারতীয় এই ক্রিকেটারকে। এমন পরিস্থিতিতে নেট প্রেমীরা মনে করছেন, সারার সাথে গোপনে ভালোবাসার সুতোয় বাঁধা পড়েছেন শুভমান গিল।

উল্লেখ্য, বর্তমানে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বাধিক রান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। পাশাপাশি ওডিআই ক্রিকেটে ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন শুভমান গিল।