Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রথমবার দেখা গেল ইশা আম্বানির মেয়ের ঝলক, মুকেশ আম্বানির সঙ্গে ভিডিও দেখে ভক্তরা বললেন- ‘একেবারে মায়ের কার্বন কপি’

Updated :  Sunday, June 4, 2023 2:29 PM

আম্বানি পরিবার মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকে। তাদের প্রায় সব খবরই মিডিয়ায় চর্চার বিষয়বস্তু। তাদের পারিবারিক কোনো বিষয়ই গোপন নয় মিডিয়ার কাছে। এই পরিবারের ছোট থেকে বড় প্রায় সকলেই নিজগুণে চর্চায় থাকেন। তবে এই মুহূর্তে এক নতুন সদস্যের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত এই গোটা আম্বানি পরিবার। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভাইরাল হওয়া ভিডিও সূত্র ধরেই চর্চা তুঙ্গে।

আম্বানি পরিবারে আগমন ঘটেছে মা লক্ষ্মীর। আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতার শিশুকন্যা এই পৃথিবীর আলো দেখেছে। এখন সেই ছোট সদস্যকে নিয়েই ব্যস্ত গোটা পরিবার। সম্প্রতি দাদুর সাথেই তার প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে মিডিয়াতে। খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নজর এড়ায়নি কারোরই। এই মুহূর্তে সেই ঝলকই সোশ্যাল মিডিয়ার পাতায় ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিশিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক ঝলকে আম্বানি পরিবারের নতুন সদস্য অর্থাৎ নিজের নাতনিকে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে মুকেশ আম্বানিকে। সাথে ছিলেন মেয়ে ইশা আম্বানিও। গাড়ি থেকে নেমে তাকে কোলে নিয়েই আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছে দাদুকে। তার জামা ঠিক করে দিচ্ছিলেন ইশা। সেই ঝলকও উঠে এসেছে এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে। এদিন এই খুদে সদস্য পরেছিলেন মানানসই গোলাপি রঙের একটি জামা ও হেয়ারব্যান্ড। আর এই পোশাকে তাকে যে একেবারে কিউটের ডিব্বা লাগছিল, তা মানছে নেটমহলও। উল্লেখ্য, ২০১৮’তে ইশা সাত পাক ঘুরেছিল ব্যবসায়ী আনন্দ পিরামলের সাথে। ২০২২’এ তারা নিজেদের পরিবারে নিজেদের যমজ দুই সন্তান কৃষ্ণা ও আদিয়াকে স্বাগত জানিয়ে ফেলেছেন। তারাও যে মুকেশ আম্বানির খুব আদরের সেকথা আর বলার অপেক্ষা রাখে না।