বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, ইজরায়েলি দূতাবাসের সামনে ক্ষতিগ্রস্ত ৪-৫টি গাড়ি

নয়াদিল্লি: প্রজাতন্ত্রদিবসের (Republic Day) দিন রাজপথের রণক্ষেত্রের চেহারা দেখেছিল রাজধানী দিল্লি (Delhi)। আর তার ৩ দিনের মধ্যেই এবার বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইজরায়েলি দূতাবাসের সামনে (Israel Embassy)।…

Avatar

নয়াদিল্লি: প্রজাতন্ত্রদিবসের (Republic Day) দিন রাজপথের রণক্ষেত্রের চেহারা দেখেছিল রাজধানী দিল্লি (Delhi)। আর তার ৩ দিনের মধ্যেই এবার বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইজরায়েলি দূতাবাসের সামনে (Israel Embassy)। এখনও পর্যন্ত এই হামলায় ৪-৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

আজ, শুক্রবার বিকেল ৫টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আইইডি বিস্ফোরণ বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হাতহতের কোনও খবর নেই।

এদিন রাজধানী দিল্লিতে ‘বিটিং দ্য রিট্রিট’ ছিল। যাতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই বিস্ফোরণে কাঁপল দিল্লি। তবে প্রাথমিক বাবে লো ইনটেনসিটি বিস্ফোরণ বলেই দাবি করছে দিল্লি পুলিশ। বিস্ফোরণে চার-পাঁচটি গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাইপ্রফাইল এলাকায় এই বিস্ফোরণ নিয়ে প্রশ্ন উঠছে। এলাকায় আরও বোম রয়েছে নাকি তা দেখতে তল্লাশি চলছে।