চন্দ্রযান ২ ইসরোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত, ২২শে জুলাই এটি উৎক্ষেপন করা হয়, এবং বলা হয়েছিল যে ৭ই সেপ্টেম্বর এটি চাঁদে পদার্পণ করবে। কিন্তু জানা যায় যে বিক্রম ল্যান্ডার নাকি আছড়ে পড়েছে চাঁদে। চাঁদ থেকে ২.১কিমি দূর থেকেই ইসরোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রম ল্যান্ডারের। এবার নতুন তথ্য এল ইসরোর কাছে। ২.১ নয়, মাত্র ৪০০ মিটার দূর থেকে আছড়ে পড়েছে বিক্রম ল্যান্ডার। সাম্প্রতিক রেখাচিত্র ফুটে উঠেছে দৃশ্যটি। তবে এখনও বিক্রমের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো খবর মেলেনি।
Recommended