Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড় ঘোষণাঃ চাঁদে মানুষ পাঠাবে ISRO

Updated :  Sunday, September 22, 2019 7:37 AM

প্রায় এক পক্ষ কাল পেরিয়ে চাঁদের বুকে নেমেছিল চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম। কিন্তু চাঁদে নামার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের সাথে। বহু চেষ্টার পরও খোঁজ পাওয়া যায়নি বিক্রমের। চাঁদের দক্ষিণ মেরুতে ঠাণ্ডায় শান্তির নিদ্রাতে রয়েছে বিক্রম।

কিন্তু এই ব্যর্থতায় থেমে থাকে নি ISRO। শনিবার এক বড় ঘোষণা করলেন ইসরোর চিফ কে শিবান। তিনি বলেন, ‘২০২১ সালের জুলাই তে আমরা টার্গেট করছি চাঁদে মানুষ পাঠানোর।’ তিনি আরও নিশ্চিত হয়ে বলেন যে, ২০২১ এর ডিসেম্বরে নিজেদের রকেটে প্রথম ভারতীয় চাঁদে যাবেই। ২০২০ সালের ডিসেম্বর থেকে এর প্রস্তুতি শুরু হবে। বর্তমানে ইসরোর মূল লক্ষ্য এটাই। অবশ্য এখনও পর্যন্ত এই মিশনের জন্য কোনও নাম ঠিক করা হয় নি ইসরোর তরফ থেকে।

দারুন সুযোগ! মাত্র ১০০ টাকায় ঘুরুন কলকাতার পুজো প্যান্ডেলে!