দেশনিউজ

এই বাজেট কৃষকদের উন্নীত করবে, তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করবে : যোগী

Advertisement

এদিন শনিবার সাংসদে দ্বিতীয়বার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তার বাজেট পেশে তিনি বলেন আগামী বছরের মধ্যে ভারতের অর্থনীতি ৬ থেকে ৬.৫% বৃদ্ধি পাবে। বর্তমানে ভারতের অর্থনৈতিক মন্দা থেকে আগামী বছর ঘুরে দাঁড়াবে অর্থনীতি, এমনটাই বলছে সমীক্ষা।

এদিন বাজেট পেশের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের প্রশংসা করলেন। যোগী আদিত্যনাথ বলেন, দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে এই বাজেট। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমুখী ও কৃষকদের প্রতি নজর দিয়ে এই বাজেট পেশের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন : দিল্লীর শাহীন বাগে মানুষের ভিড়কে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত

নির্মলা সীতারমণ এদিন বলেন, আগামী ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয় তার প্রতি অঙ্গিকার করেছেন তিনি। কিষান রেলের ঘোষণা করে এদিন অর্থমন্ত্রী বলেন, এই রেলের মাধ্যমে কৃষকদের পচনশীল পন্য পরিবহন করা হবে।

এই বাজেট পেশের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে অভিবাদন জানিয়েছেন। যোগী আদিত্যনাথ বলেন, এই বাজেটে মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্ত হবে।

Related Articles

Back to top button