Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্ন এড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা

Updated :  Saturday, January 9, 2021 10:45 PM

বর্ধমান সফর শেষে শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তবে এই সাংবাদিক বৈঠকে তাকে দেখা গেল একাধিক প্রশ্নের উত্তর না দিতে এবং এড়িয়ে যেতে। রাজ্যের উন্নয়নে বিজেপির বিকল্প ভাবনা কি তাও এদিন কিছু স্পষ্ট করলেন না। তবে বিজেপিকে বাংলার সংস্কৃতির প্রকৃত প্রতিনিধি বলে দাবি করেছেন জেপি নড্ডা।

এদিন তিনি ‘ রাজকুমারের ‘ নাম কি তা জানালেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেপি নাড্ডা বললেন, রাজকুমারের নাম আমাকে দিয়ে কেন বলাচ্ছেন? আমি যখন নাম বলি তখন উপস্থিত জনতা উত্তর দিয়ে দেয়। আমার আবার নাম বলার কি দরকার?

এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী কিসান নিধি যোজনা চালু হবে কিনা সেই নিয়ে কোনো মন্তব্য করলেন না জেপি নাড্ডা। তবে তিনি বললেন, চোর পালানোর সময় বুদ্ধি বেড়েছে মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা নিয়ে তিনি স্পষ্ট কিছু জানালেন না। তিনি বললেন, স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করার সাংবিধানিক অধিকার রয়েছে রাজ্যপালের। আর তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার।

রাজ্যের উন্নয়নে বিজেপির বিকল্প ভাবনা কি? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, আমরা ধীরে ধীরে সব জানাবো। ভোট যতই এগিয়ে আসবে তত আমরা আমাদের সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরব। তবে দাবি করেছেন, বিজেপি জানে প্রশাসন কিভাবে চালাতে হয়। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অরাজকতা এবং দুর্নীতির প্রতিনিধিত্ব করেছেন বলে তিনি মন্তব্য করেন। মনে করিয়ে দিয়েছেন, তিনিও ব্যক্তিগত জীবনে বাংলার সংস্কৃতির চর্চা করেন। টোপর পরে বাঙালি মেয়েকে বিয়ে করেছিলেন তিনি।