রাজ্যের প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ তুলে প্রশাসনিক কর্তাদের হুঙ্কার দিলেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বুধবার কলকাতায় দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন নড্ডা। তারপর তাকে দেখা যায় রাজ্য সরকারের তুমুল সমালোচনা করতে। এইদিন নড্ডা বলেন, ২০২১ এ রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে দিতে। সাথে হুঙ্কার দেন প্রশাসনিক কর্তাদের।
রাজ্য প্রশাসনের রাজনীতিকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্রোহ করে আসছে পদ্মশিবির সহ অন্যান্য বিরোধীদল। এই নিয়ে একাধিক টুইটে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এইবার সেই একই অভিযোগ তুলতে দেখা গেল সর্বভারতীয় বিজেপি সভাপতিকে। সাথে হুঁশিয়ারি ও দিয়েছেন নড্ডা।
এইদিন নড্ডা কলকাতায় বলেন,”আমাদের বিধায়ক দেবেন্দ্রনাথকে হত্যা করা হয়েছে। পড়ে সেটিকে চালিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা বলে। থানার সামনে হত্যা করা হল মণীশ শুক্লাকে। স্বয়ংক্রিয় বন্দুক করা হল তাকে খুন করতে। খুন করল দুষ্কৃতীরা। কিন্তু কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলনা। কাউকে গ্রেফতার করা হল না।”
এর পরেই রাজ্যের আইন শৃঙ্খলার ওপর রাজনীতিকরনের অভিযোগ করতে দেখা গেল নড্ডাকে। তার বক্তব্য,”রাজ্য যে ভাবে আইন শৃঙ্খলাকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে তারা, পুলিশকে যেভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে, তাতে আমার কেবল একটাই কথা বলার আছে, সরকারি আধিকারিকদের এটা মনে রাখা উচিৎ, যে এই সরকার চিরদিন থাকবেনা। ২০২১ এ আসবে বিজেপি। বিজেপি সরকার গড়বে এখানে।”
প্রসঙ্গত উল্লেখ্য, অন্যদিকে এইদিন সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অনেকটাই আত্মবিশ্বাসী দেখা গিয়েছে শাসক শিবিরকে। সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই শুরু করা হয়েছে দলীয় সভা। টার্গেট ২০২১ বিধানসভা ভোট।