উল্লু ক্রমশ একের পর এক প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজ স্ট্রিম করছে। করোনাকালে প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজের যথেষ্ট চাহিদা তৈরি হয়েছিল। কারণ মানুষ ছিলেন গৃহবন্দি। কিন্তু বর্তমান সময়ে ক্রমশ কমছে এই ধরনের ওয়েব সিরিজের ভিউ। পাশাপাশি কমছে উল্লুর সাবস্ক্রাইবারের সংখ্যাও। ফলে উল্লুর ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে নিত্যনতুন প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজের অফিশিয়াল ট্রেলার। তাতে অবশ্য সাবস্ক্রাইবার সমস্যার সুরাহা কিছুটা হয়েছে। 2022 সালের 24 শে জুন উল্লুর ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছিল প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজ ‘জাল’-এর দ্বিতীয় সিজনের অফিশিয়াল ট্রেলার।
এখনও অবধি এই ট্রেলারের ভিউ প্রায় সাড়ে নয় লক্ষ অতিক্রম করেছে।2022 সালের 28 শে জুন উল্লুতে স্ট্রিম হয়েছে ‘জাল : পার্ট টু’। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তানিয়া চ্যাটার্জী (Tania Chatterjee), মুসকান আগরওয়াল (Muskan Agarwal) প্রমুখ। ওয়েব সিরিজের কাহিনীর মূল কেন্দ্রে রয়েছে ধীরজ বর্মার তৈরি উইল। ধীরজের মৃত্যুর পর জানা যায়, সে কোনো উইল তৈরি করেনি। ফলে তার এক ছেলে উকিলের কাছ থেকেএকটি কাগজ তৈরি করিয়ে নিয়ে আসে। সে তার ভাইকে বলে, সম্পত্তি সমান দুই ভাগে ভাগ হবে। তার ভাইকে ওই ব্যক্তি ওই কাগজে সই করতে অনুরোধ করে। কিন্তু সেই সময় তাদের বাড়িতে প্রবেশ ঘটে এক যুবকের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসে বলে, ধীরজের পুরো সম্পত্তি তিন ভাগে ভাগ হবে। কারণ সে ওই ব্যক্তির অবৈধ পুত্র। কিন্তু এর মধ্যেই ওই দুই ভাইয়ের মধ্যে একজনের স্ত্রী তাকে দেখে চমকে যায়। আসলে সে ওই মহিলার প্রাক্তন প্রেমিক। একটি ঘটনার কারণে ভয় পেয়ে প্রেমিককে ছেড়ে সে নয়ডা থেকে কানপুর চলে আসে।
ওই মহিলা ও তার প্রেমিক মিলে মহিলার স্বামীকে খুনের প্ল্যান করে। একদিন বাড়িতেই আততায়ীর হাতে খুন হয় তার স্বামী। মহিলার প্রেমিকের ঘর থেকে পিস্তল পাওয়া গেলেও জানা যায়, গুলি ওই পিস্তল থেকে চলেনি। কিন্তু বাড়ির এক আশ্রিত পুরুষের কুনজরে পড়ে যায় ওই মহিলা। সে ওই মহিলাকে ব্ল্যাকমেল করে। ওই মহিলা বেরোতে পারবে এই জাল কেটে? উত্তর পেতে সাবস্ক্রাইব করতে হবে উল্লু।