Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাবা কুমার সানুকে নিয়েে এ কী বললেন ছেলে জান? জানুন

Updated :  Wednesday, November 25, 2020 12:51 PM

সম্প্রতি কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর ঘর থেকে এলিমিনেট হয়েছেন রীতা ভট্টাচার্য ও তাঁর প্রাক্তন স্বামী কুমার শানুর একমাত্র পুত্রসন্তান জান কুমার শানু। ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে জান জানতে পারেন, তাঁর বাবা কুমার শানু চাননি তিনি ‘বিগ বস’-এ অংশগ্রহণ করুন। এমনকি কুমার শানু মিডিয়ায় বলেছেন, জানের জন্য নাকি তাঁর মাথা নিচু হয়েছে। জানের বয়ঃসন্ধির সময় তাঁকে ভালো শিক্ষা দেওয়া হয়নি, এমন অভিযোগও করেন জানের পিতা তথা বলিউডের খ্যাতনামা গায়ক কুমার শানু। এবার ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে জান উত্তর দিলেন নিজের বাবা কুমার শানুকে। জান সরাসরি জানতে চাইলেন, কুমার শানু তাঁর ভালো শিক্ষার ঝুলি নিয়ে এতদিন কোথায় ছিলেন! কুমার শানু অবশ্য ছেলের এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

কেরিয়ারের শুরু থেকেই কুমার শানু ছিলেন ‘উওম্যানাইজার’। বলিউড অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির সঙ্গে সম্পর্কের জেরে 1994 সালে কুমার শানু ও তাঁর স্ত্রী রীতা ভট্টাচার্য-এর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেই সময় রীতা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রীতা তাঁর ও শানুর অপর দুই ছেলে জেসি ও জিকো-কে নিয়ে ফিরে আসেন কলকাতায়। কলকাতাতেই জানের জন্ম হয়। কুমার শানু জন্মের পর জানের মুখদর্শন করেননি। রীতা একাই কষ্ট করে জান-কে বড় করে তুলেছেন। রীতার আগ্রহেই জান শৈশব থেকেই মঞ্চে গান গাইতে শুরু করেন। জান একটু বড় হলে কুমার শানুর কানে এই কথা যায়। তিনি ফোন করে জানের সঙ্গে কথা বলেন। ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা করেছিলেন জান।

জানের প্রকৃত নাম জয়েশ ভট্টাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জান। জান ‘বিগ বস’-এর ঘরে বলেছেন, তাঁর বাবা কোনোদিন তাঁকে কোনো ব্যাপারে সাহায্য করেননি। তাঁর মা, একইসঙ্গে তাঁর মা ও বাবার কাজ করেছেন। জান গর্বিত কারণ তিনি রীতা ভট্টাচার্যের ছেলে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, কুমার শানুর কাছে যদি সুশিক্ষার ভান্ডার থেকে থাকে, তাহলে 1994 সালে তিনি কেন অন্তঃসত্ত্বা স্ত্রী-র সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিলেন। পরবর্তীকালে কুমার শানু সালোনী-কে বিয়ে করলেও রীতা নিজের ছেলেদের বড় করে তোলার কাজে মন দিয়েছেন। এই কারণে তিনি পুনর্বিবাহের কথা ভাবেননি।