তাঁকে ঘিরে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই সমস্ত ছাত্রছাত্রীদের শায়েস্তা করতে তাঁর মাত্র দু’দিন লাগবে এমনটাই জানালেন তিনি।
বাবুলের অভিযোগ, তাঁকে ঘিরে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একজন সংসদ জ্বালিয়ে দেওয়ার স্লোগান দেন। ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের থেকে বহিস্কারের দাবি জানান তিনি।
বৃহস্পতিবার নবীনবরণ উপলক্ষ্যে এবিভিপির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতি ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী ছাত্রছাত্রীদের সাথে অভব্য আচরণ করেন। তাঁকে ক্ষমা চাইতে হবে।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, তাঁকে হেনস্থা করা হয়েছে। এই নিয়ে ঝামেলা শুরু হলে তার জল গড়ায় রাজভবন পর্যন্ত। ছাত্রছাত্রীদের ভিড়ে আটকে পড়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে ছুটে আসেন স্বয়ং রাজ্যপাল। তবে ছাত্রছাত্রীরা পাল্টা অভিযোগ আনে এবিভিপির বিরুদ্ধে।
ইউনিয়ন রুমে ভাঙচুর সহ ছাত্রছাত্রীদের মারধরের ঘটনায় নাম জড়ায় এবিভিপির বহিরাগতদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যে অবশ্য অবাক নন রাজনৈতিক মহল। তাঁদের দাবি, বিজেপি যেখানেই বাধা পেয়েছে সেখানেই দেশদ্রোহী তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছে।