বিয়ের আর এক মাসের দেরীও নেই। ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রানি রাসমনির জগদম্বা ওরফে রোশনি ভট্টাচার্য। আগের সপ্তাহেই শ্যুটিং শেষে আড়ম্বরের সাথে ধারাবাহিকের সেটে প্রিয় জগদম্বার আইবুড়ো ভাত ওয়ার নানান মুহূর্ত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর কিছুদিনের মধ্যে নতুন জীবনে প্রবেশ করতে চলেছেম তাই কিছুদিনের জন্য কাজ থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন অভিনেত্রী। রবিবার শেষবারের মতো শ্যুটিং করলেন রাসমনি সেটে।
এইদিন সুন্দর একটি কেক কেটে রাসমনি সেটে নিজের ফেয়ারওয়েলের মুহূর্তটা আরও স্মরণীয় করে তুললেন অভিনেত্রী। রবিবার শেষবারের মতো জগদম্বারূপে দেখা গেল সকলের প্রিয় রোশনিকে। গত আড়াই বছর ধরে ‘করুণাময়ী রানি রাসমণি’তে জগদম্বা হয়ে কাজ করছেন অভিনেত্রী। এই চরিত্রটার সাথে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে ছেড়ে যেতেও খুব মন খারাপ হচ্ছে ! তবে সব কিছুর শেষ তো আছে তাই সেটের সবাইও মনের কষ্টেই বিদায় জানালেন । এদিন জি বাংলার তরফে প্রিয় রোশনি কে ডেডিকেট করে কেক কাটার মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছিল।
এদিন এক সংবাদমাধ্যমকে রোশনি জানিয়েছেন, ‘আজ তিনি শেষবার জগদম্বা সাজলেন। আড়াই বছর ধরে এই চরিত্রে অভিনয় করছেন। খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র, যে একদিকে বেশ তেজস্বী, অন্য দিকে পরিবারের প্রতি দুর্বল। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তিনি অভিনেতা হিসাবে, মানুষ হিসেবে অনেক কিছু শিখেছি।’ অভিনেত্রীর শেষ দিনের এই মুহূর্ত দেখে অনেকেই কষ্ট পেয়েছেন তবে অনেকে অভিনেত্রীর নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।আগামী ১৩ই ডিসেম্বর নিজের দীর্ঘ দিনের প্রেমিক তূর্য সেনের সাথে সাত পাকে বাধা পড়তে চলেছেন।
তবে এই ধারাবাহিকে এখনই জগদম্বার বিদায় হচ্ছেনা৷ হ্যাঁ এবার থেকে রাসমনি উত্তর পর্বে জগদম্বার চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় মিমি দত্তকে। জগদম্বার লুকে বেশ মানিয়েছে মিমিকেও। নতুন চরিত্র পেয়ে উচ্ছসিত মিমিও। তিনি এক সাংবাদমাধ্যমেএই চরিত্রে রোশনি এতদিন অভিনয় করেছে ওকে দর্শক খুবই ভালোবেসেছে, তাই এই চরিত্র তাঁর কাছে খুবই কঠিন হবে। তিনি একদিকে খুব আনন্দিত আবার অন্যদিকে উত্তেজিত। কতক্ষণে ফ্লোরে যাবেন, কো আর্টিস্টদের সঙ্গে দেখা করবেন, কতক্ষণে জগদম্বা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন, তার জন্য অপেক্ষা করছেন।