গোটা একমাসের জন্য উত্তরবঙ্গ সফরে গেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। গোটা নভেম্বর মাস তিনি উত্তরবঙ্গ রাজভবনে থেকে প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করবেন। গত শনিবার তিনি সস্ত্রীক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান। মাঝে মালদহের বিজেপির নেতা ও সাংসদের সাথে দেখা করেন। আজ রবিবার সকালে তার দার্জিলিং যাওয়ার কথা।
উত্তরবঙ্গের ট্রেন থেকে নেমে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হলে ফের রাজ্য সরকারের অরাজকতা নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি ঘটছে। যত্রতত্র বোমা বিস্ফোরণ ও রাজনৈতিক খুনের অভিযোগ শোনা যাচ্ছে। এরইমধ্যে সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন। তিনি রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যবস্থা করবেন। রাজ্যবাসীকে তিনি এই বিষয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছেন।
আজ রবিবার সকালে রাজ্যপাল দার্জিলিংয়ের রাজভবনে আসবেন এবং গোটা মাস এখানেই কাটাবেন। তিনি জানিয়েছেন, এই শহরে তিনি উত্তরবঙ্গের শিক্ষাব্যবস্থা ও পর্যটন শিল্পের ওপর বিশেষ করে জোর দেবেন। এমনকি উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে শিক্ষার অগ্রগতি নিয়ে তিনি বৈঠক করবেন। এছাড়াও তিনি চা শ্রমিকদের সমস্যা বা পর্যটন শিল্পের বেহাল হাল নিয়েও সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বিমল গুরুংয়ের প্রত্যাবর্তনকে ঘিরে পাহাড়ের রাজনৈতিক মহল এখন বেশ অস্থির হয়ে আছে। এমনকি দার্জিলিং ও কালিম্পং এর পর এবার কার্শিয়াং এ গুরুং বিরোধী বিরাট মিছিল দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে এক মাসের জন্য রাজ্যপালের উত্তরবঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।