একুশে নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচারের জন্য পূর্ণ উদ্যমে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কিন্তু ভোট প্রচারের জন্য অভিযোগ ও পাল্টা অভিযোগের খেলায় সরগরম হয়ে আছে বঙ্গ রাজনীতি। বারংবার রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তি ও গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে আসছে। এমন পরিস্থিতিতে এখন একটাই প্রশ্ন যে আসন্ন বাংলা বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি করে? এই ঘটনা প্রসঙ্গে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। এবার আজ অর্থাৎ ২৫ জানুয়ারী সোমবার তিনি জাতীয় ভোটার দিবসে টুইট করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার উপদেশ দিয়েছেন।
রাজ্য এবং রাজ্যপাল সংঘাত বাংলার জন্য খুবই সাধারণ বিষয়। রাজ্যপাল বারংবার রাজ্যের বিভিন্ন কাজের সমালোচনা করে টুইট করেছেন। তিনি রাজ্যের অরাজকতা ও প্রশাসনের গাফিলতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন। অবশ্য রাজ্যপালের সমালোচনার যোগ্য জবাব দিতে ভোলেনি কখনো তৃণমূল কংগ্রেস। এছাড়াও রাজ্য চলা অরাজকতার দায়ভার চাপিয়ে দিয়েছেন তিনি পুলিশের ওপর। তিনি অভিযোগ জানিয়ে মাঝে মাঝেই বলেছেন যে রাজ্য পুলিশ দল দাসে পরিণত হয়েছে। তারা শাসক দলের ইশারায় কাজ করছে।
আজ অর্থাৎ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে রাজ্যপাল জগদীপ ধনকর সকালে টুইট করে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার উপদেশ দিয়েছেন। তিনি টুইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, “সমস্ত ভোটারদের সচেতন, নিরাপদ এবং সমস্ত বিষয়ে অবহিত করুন।” এছাড়াও তিনি এদিন টুইটে রাজ্য পুলিশকে নির্বাচনকালে নিরপেক্ষভাবে কাজ করার আদেশ দিয়েছেন। নির্বাচনের সময় যাতে কোনভাবে ভয়ের পরিবেশ না সৃষ্টি হয় সেই দিকে খেয়াল রাখতে বলেছেন।
https://twitter.com/jdhankhar1/status/1353534902818365441?s=20