Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jhanvi Kapoor: ফিট থাকতে নয়া উদ্যম শ্রীদেবী কন্যার, শরীরচর্চায় মত্ত অভিনেত্রী, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, May 11, 2023 4:37 PM

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের শেয়ার করা একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

বর্তমানে অভিনেত্রী হিসেবে জাহ্নবীর অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তারা রীতিমতো অপেক্ষা করে থাকে অভিনেত্রীর এক ঝলক পাওয়ার আশায়। তবে সাম্প্রতিক অভিনেত্রীর এই ঘাম ঝরানোর ঝলক মুগ্ধ করেছে তার ভক্তদের একাংশকে, সেকথা অবশ্য আলাদাভাবে বলার নয়। তবে অভিনেত্রী যে নিজের ফিটনেস নিয়ে বেজায় সচেতন, সেকথা নতুন করে না বললেও চলে। তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই তার একাধিক ঝলক মিলবে। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি অভিনেত্রী কয়েকদিন আগে নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ঝলকে ফিট থাকতে শরীরচর্চায় মত্ত হতে দেখা গিয়েছে শ্রীদেবী কন্যাকে। এদিন কমলা জিম পোশাকে একেবারে ক্যাজুয়াল লুকেই ছিলেন অভিনেত্রী। তার সাথে দেখা গিয়েছে জনপ্রিয় জিম ট্রেনার নম্রতা পণ্ডিতকেও। উল্লেখ্য, তার কাছেই শরীরচর্চার ট্রেনিং নিয়ে থাকেন তিনি। এদিন ঘড়ি ধরে নম্রতার সাথেই সিলেটস্ সেশনে মেতে ছিলেন অভিনেত্রী। জিমে অভিনেত্রীকে রীতিমতো ঘাম ঝরাতে দেখা গিয়েছিল এদিন। তিনি যে রীতিমতো উপভোগ করেই পুরো ব্যাপারটি করছিলেন, তা তার ক্যাপশন দেখলেই বোঝা যাবে। আপাতত, সেই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন শ্রীদেবী কন্যা, যার ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।