Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরনে লাল শার্ট এবং টপ, জিম লুকে ক্যামেরার সামনে হাজির অভিনেত্রী জাহ্নবী কাপুর

Updated :  Thursday, October 6, 2022 10:08 AM

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সোশ্যাল মিডিয়াতে সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার ড্রেসিং সেন্স হোক বা তার সিনেমা, জানভি কাপুর সব সময় সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে থাকেন। কিছুদিন আগে যেমন তাকে সারা আলী খানের সঙ্গে দেখা গিয়েছিল জিম করতে, তেমনি পার্টিতেও তিনি সমানভাবে সাবলীল। মাঝেমধ্যেই তাকে আমরা দেখতে পাই নিজের বোন খুশি কাপুরের সঙ্গে বিভিন্ন জায়গায় পার্টি করতে। এছাড়াও তিনি একজন ফ্যামিলি পারসনও বটে। নিজের বাবা এবং পরিবারের সঙ্গে একটা লম্বা সময় কাটাতেও তাকে দেখা গিয়েছে এর আগে।

পরনে লাল শার্ট এবং টপ, জিম লুকে ক্যামেরার সামনে হাজির অভিনেত্রী জাহ্নবী কাপুর

তবে শুধুমাত্র এখানেই তিনি ক্ষান্ত নন, সোশ্যাল মিডিয়াতেও তিনি সমানভাবে জনপ্রিয় এবং একইভাবে সক্রিয়। মাঝেমধ্যেই আমরা তাকে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে নানান রকম ভিডিও আপলোড করতে। জানভি কাপুর নিজের প্রোফাইলে নানা রকমের ডান্স ভিডিও আপলোড করেন এবং ভক্তদের সঙ্গে তার যোগাযোগ বজায় রাখেন। নিজের লুকস এবং নিজের স্টাইলিশ গেট আপের জন্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বলি দুনিয়াতেও তিনি সমানভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে এই অভিনেত্রীর বেশ কিছু ভিডিও হয়ে থাকে নানাভাবে ভাইরাল। তবে সম্প্রতি তার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জাহ্নবী কাপুর জিমে যাচ্ছেন একটি জিমের পোশাক পরে।

পরনে লাল শার্ট এবং টপ, জিম লুকে ক্যামেরার সামনে হাজির অভিনেত্রী জাহ্নবী কাপুর

মুম্বাইয়ে রাস্তায় পাপারাজ্জিদের ক্যামেরায় তিনি ধরা পড়েছেন। আর জাহ্নবী কাপুরের সেই লুক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এমনিতে সোশ্যাল মিডিয়াতে তার স্টাইলিশ গেট আপ নিয়ে চর্চা চলতেই থাকে। তার মধ্যেই এবারে শুরু হলো তার জিম পোশাক নিয়ে চর্চা। মুম্বাইয়ের রাস্তায় তিনি ধরা দিলেন তার ওয়ার্ক আউট লুকে। এই লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে।

পরনে লাল শার্ট এবং টপ, জিম লুকে ক্যামেরার সামনে হাজির অভিনেত্রী জাহ্নবী কাপুর

এইদিন জানভি কাপুর পরেছিলেন একটি সাদা রঙের টপ এবং একটি লাল রঙের শর্টস। প্যাপসদের দেখে জানভি কাপুর একবার হাত ও নাড়িয়েছিলেন এইদিন। তিনি যে একজন ফিটনেস লাভার সেটা কিন্তু এইদিন পরিষ্কার হয়ে যায়। তিনি নিজে কখনোই জিম মিস করেন না। এইসব ছবিতে দারুন লাইক এবং কমেন্ট এর বন্যা বয়ে গিয়েছে। অনেকেই এই ছবি ভালোবেসেছেন এবং অনেকেই এই সমস্ত ছবি শেয়ার করেছেন।