পাকিস্তানকে কড়া হুশিয়ারি জয়শংকরের, মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে ভারতের হাতে তুলে দিক
সম্প্রতি পাকিস্তান এবং ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের মধ্যে তিক্ততার পারদ ক্রমশ বেড়েই চলেছে। তবে সম্প্রতি ফরাসি দৈনিকের এক সাক্ষাৎকারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান যে, যদি ইসলামাবাদ দিল্লির সাথে সুসম্পর্ক বজায় রাখতে সহযোগিতার হাত বাড়াতে চায় তাহলে পাকিস্তান যেনো তাদের আশ্রয়ে থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভারতের হাতে তুলে দেয়। তবে এর পাশাপাশি তিনি এদিন জানান যে ভারতের সাথে পাকিস্তানের সুসম্পর্ক গড়ে উঠা খুবই কঠিন।
এদিন ভারতের বিদেশমন্ত্রী বলেন যে, পাকিস্তান জঙ্গির আঁতুড়ঘরে পরিনত হয়েছে। দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির কারণ হল জঙ্গি হামলা। পাকিস্তান বহুবার ভারতের উপর জঙ্গি হামলা চালিয়েছে। কিন্তু ভারত এই কথা দাবি করলে পাকিস্তান সবসময় প্রকাশ্যে মানতে নারাজ থাকে যে তাদের মদতে ভারতের উপর জঙ্গি হামলা হয়।
সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেসি ভারত ও পাকিস্তান সম্পর্কের শূন্যতার কথা স্বীকার করলে তার পরিপ্রেক্ষিতে জয়শংকর বলেন ভারতের উপর জঙ্গি আক্রমণ হলেই ভারত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।
জয়শংকর এদিন মোস্ট ওয়ান্টেডের দিকে নিশানা করলে তা দাউদ ইব্রাহিম তা সবার কাছে স্পষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে পাকিস্তানে মদতে গা লুকিয়েছে দাউদ এবং পাক গুপ্তচর সংস্থা দাউদকে সুরক্ষা প্রদান করে আসছে।