Jamai Sasthi 2024: বড় খবর, জামাই ষষ্ঠী উপলক্ষে অতিরিক্ত ছুটি নিয়ে সরকারের নতুন ঘোষণা (Updated)

জামাই ষষ্ঠী বাঙালির অন্যতম প্রধান উৎসব। যেখানে সমস্ত বাঙালি শাশুড়ি তাদের জামাইয়ের জন্য ভোজের আয়োজন করে। এ বছর আগামী ১২ জুন এ উদযাপিত হবে জামাই ষষ্ঠী। এবারের জামাই ষষ্ঠীর আগে…

Avatar

জামাই ষষ্ঠী বাঙালির অন্যতম প্রধান উৎসব। যেখানে সমস্ত বাঙালি শাশুড়ি তাদের জামাইয়ের জন্য ভোজের আয়োজন করে। এ বছর আগামী ১২ জুন এ উদযাপিত হবে জামাই ষষ্ঠী। এবারের জামাই ষষ্ঠীর আগে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের এই সিদ্ধান্ত শুনলে কর্মীরা খুব খুশি হবেন।

বড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার

বিভিন্ন উৎসবের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় বড় অনেক পদক্ষেপ নেওয়া হয়। এ বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। বছরের এই বিশেষ দিনে কর্মীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার।

গোটা দিন ছুটি থাকছে না

আগামী ১২ জুন জামাই ষষ্ঠী। ইতিমধ্যে এ ব্যাপারে অনেকের মধ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা। ওই দিন কী প্ল্যান হবে না হবে সে সম্পর্কে পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে এটা জেনে রাখা ভাল গোটা দিন কিন্তু এবার ছুটি থাকছে না। তাই জামাই ষষ্ঠীর গোটা দিন ছুটি থাকবে কিংবা উৎসব করার প্ল্যান করে থাকলে এখনও সেটা বাতিল করে দিন। উৎসব করার, আনন্দ করার প্ল্যান অবশ্যই করুন, কিন্তু একটু বুঝে। সরকারের পক্ষ থেকে করা হয়েছে বড় ঘোষণা।

Jamai Sasthi 2024 state government news

২০২১ সালে পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন কর্মীরা

কি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে? রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১২ জুন দুপুর ২টো থেকে সমস্ত সরকারি, সরকার সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ছুটি করে দেওয়া হবে। ২০২১ সালে জামাই ষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মীরা পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন। তবে হাফ ডে ছুটি দেওয়াই ছিল রেওয়াজ। সেই অনুযায়ী এবারেও অর্ধ দিবস ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।