শেষ হল ‘অবতার ২’ ছবির শ্যুটিংয়ের কাজ, জানুন ছবির মুক্তির তারিখ

পরিচালক জেমস ক্যামেরন-ের অবতার (Avatar) মনে আছে? এই বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী ২০০৯ এ বিরাট সাফল্যের মুখ দেখে। এই চলচিত্রটির পটভূমি তৈরি হয়েছিলো একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরাবাসির মধ্যে এক অসম…

Avatar

পরিচালক জেমস ক্যামেরন-ের অবতার (Avatar) মনে আছে? এই বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী ২০০৯ এ বিরাট সাফল্যের মুখ দেখে। এই চলচিত্রটির পটভূমি তৈরি হয়েছিলো একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরাবাসির মধ্যে এক অসম কিন্তু সাহসি যুদ্ধ নিয়ে। এদিকে জেমস ফ্রান্সিস ক্যামেরন প্রসঙ্গে বলতে গেলে, ইনি হলেন একজন একাডেমি পুরস্কার বিজয়ী কানাডীয় চলচ্চিত্র পরিচালক। সম্প্রতি তিনি জানিয়েছেন খুব শীঘ্র আসতে চলেছে ‘অ্যাভাটর ২’ বা ‘অবতার ২’। পরিচালক জানান মহামারির জন্য চলচ্চিত্রটির কাজ শুরু করতে সাড়ে চার মাস সময় দেরি হয়েছে। তাই সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ১৬ ডিসেম্বরে মুক্তি পাবে ‘অ্যাভাটার ২’ (Avatar 2). এবং তিনি এও জানান যে ‘অবতার ৩’ এর ৯৫ শতাংশ শ্যুটিংয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।

সব ঠিক থাকলে, অবতার সিরিজের/ অ্যাভাটার সিরিজের প্রত্যেকটা কাহিনী পরপর চলতে থাকবে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, ‘অবতার ৩’ মুক্তি পাওয়ার কথা ২০২৪ সালের ২০ ডিসেম্বর। ‘অবতার ৪’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। ‘অবতার ৫’ মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের ২২ ডিসেম্বর।