দেশনিউজ

ভূস্বর্গের হাইওয়েতে গুলিবৃষ্টি, নিকেশ চার জঙ্গি, আহত দুই সেনা

Advertisement

শ্রীনগর: সম্প্রতি উরিতে পাকিস্তানের সেনাদের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করার ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের শহীদ হওয়ার ঘটনা এখনও ভোলেনি দেশবাসী। এমনকি এতে প্রাণ গিয়েছে নদীয়ার বাঙালি শহীদ জাওয়ানের। এর রেশ কাটতে না কাটতেই ফের রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীর। আজ, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ জম্মু-কাশ্মীরের নাগরোটা জেলার হাইওয়েতে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। এই গুলিবর্ষণের ঘটনায় চারজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। যদিও দুজন ভারতীয় সেনা গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন। এই মুহূর্তে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জঙ্গিরা বাসে করে জম্মু ও কাশ্মীরের দিকে যাচ্ছিল। সেই সময় হাইওয়ের কাছে একটি টোল প্লাজার সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। নিরাপত্তা বাহিনীদের ওই বাস দেখে সন্দেহ হয়। তার ফলে তারা টোলের কাছে বাসটিকে থামিয়ে দেয়। সেখানেই সংঘর্ষ বাধে। জঙ্গিরা নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাওয়া দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তারপর এই চারজন জঙ্গি নিহত হয় এবং দুজন সেনা আহত হয়েছেন।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরের জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। চলছে চিরুনি তল্লাশি। যদিও এরা কোন জঙ্গি সংগঠনের জঙ্গি, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের মদত রয়েছে বলেই মনে করছে ভারতীয় সেনা। সব মিলিয়ে জম্মু ও কাশ্মীরের অবস্থা বেশ উত্তপ্ত, এমনটা বলাই যায়।

Related Articles

Back to top button