Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তুখোড় বেলি-ডান্স নেচে কাঁত করলেন নেটিজেনদের, নেটদুনিয়া কাঁপাচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

সম্প্রতি মুক্তি পেয়েছে হরর কমেডি ফিল্ম ‘রুহি'-র গান ‘নদীয়োঁ পার'। গানটি মুক্তি পেতে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। দর্শকদের নজর কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর (Janhavi kapoor)। মরুভূমির সেটে সোনালি রঙের…

Avatar

সম্প্রতি মুক্তি পেয়েছে হরর কমেডি ফিল্ম ‘রুহি’-র গান ‘নদীয়োঁ পার’। গানটি মুক্তি পেতে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। দর্শকদের নজর কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর (Janhavi kapoor)। মরুভূমির সেটে সোনালি রঙের ঘাগরা স্কার্ট ও টপে জাহ্নবীকে অসাধারণ সুন্দরী লেগেছে। ফিল্মে জাহ্নবীর কস্টিউম ডিজাইন করেছেন মণীশ মালহোত্র (Manish malhotra)। উপরি পাওনা হল জাহ্নবীর তুখোড় বেলি-ডান্স। ‘নদীয়োঁ পার’ (নিউ ভার্সন)-এর সুরকার হলেন সচিন-জিগর (sachin-jigar)। এছাড়াও গানটি গেয়েছেন তাঁরা। তাঁদের সঙ্গে গেয়েছেন রশমিত কৌর (Rashmeet kaur) এবং আই.পি.সিং (I.P.Singh)।

অভিশপ্ত মেয়েকে বিয়ের কাহিনী নিয়ে তৈরী হয়েছে ‘রুহি’। ফিল্মে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও (Rajkumar Rao) এবং বরুণ শর্মা (varun sharma)। ‘রুহি’ পরিচালনা করেছেন হার্দিক মেহতা (Hardik Mehta)। 11 ই মার্চ রিলিজ করতে চলেছে ‘রুহি’। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ‘রুহি’-র ট্রেলার এবং ফার্স্ট লুক। ফিল্মের ফার্স্ট লুকে দেখা গেছে জাহ্নবীর পরনে একদিকে লাল লেহেঙ্গা চোলি এবং নববধূর লুক, অপরদিকে কালো লেহেঙ্গা চোলিতে একজন প্রেতিনীর রূপ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগেই জুহুতে কয়েক কোটি টাকার বাড়ি কিনেছেন জাহ্নবী। গত বছর পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে বাড়ির সমস্ত আইনি কাজকর্ম সম্পন্ন করেছেন তিনি। তবে এই মুহূর্তে লোখন্ডওয়ালায় নিজেদের পুরানো বাংলোতেই বাবা বনি কাপূর (Bony kapoor) ও বোন খুশি কাপূর(khushi kapoor)- এর সঙ্গে থাকছেন জাহ্নবী। নিজের নতুন বাড়িতে কবে গৃহপ্রবেশ করবেন, তা এখনও জানাননি তিনি।

অভিনেত্রী শ্রীদেবী (sreedevi)-এর সুযোগ্যা কন্যা জাহ্নবী কাপূর বলিউডে ‘ধড়ক’ ফিল্মে অভিনেতা ঈশান খট্টর (Ishan khattar)-এর বিপরীতে ডেবিউ করেন। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘গুঞ্জন সাক্সেনা’য় আবারনজর কেড়ে নেন জাহ্নবী। এই মুহূর্তে ‘গুড লাক জেরি’ ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান (karthik arian)। কিছুদিন আগে ‘গুড লাক জেরি’-তে জাহ্নবীর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জাহ্নবীর এই ছবিটি প্রকাশিত হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। এছাড়া ‘গুড লাক জেরি’ ফিল্মের একটি স্টীল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাচ্ছে জাহ্নবী কাপূরকে।

About Author