Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শাড়ি হোক বা জিমের পোশাক, যেকোন ভূমিকায় ঝড় তুলতে পারেন জাহ্নবী কাপুর, দেখুন তাঁর সুন্দর ছবি

Updated :  Wednesday, November 2, 2022 9:12 AM

বলি দুনিয়ার নতুন তারকাদের মধ্যে অন্যতম হলেন জাহ্নবী কাপুর। এই মুহূর্তে বলি দুনিয়ায় যে সমস্ত নায়িকারা ছেয়ে রয়েছেন, তাদের মধ্যে শ্রীদেবী কন্যা অন্যতম। সময়ের সাথে সাথে তার অভিনয় দক্ষতা যেমন বেড়েছে, তেমনি কিন্তু তার জনপ্রিয়তাও বাড়ছে। প্রথমদিকে কিছু কমার্শিয়াল ছবিতে অভিনয় করলেও এখন কিছু বড়ো বাজেটের ছবিতেও কাজ করছেন। রুহির মত কিছু ছবিতেও তার অভিনয় আমরা দেখেছি।

শাড়ি হোক বা জিমের পোশাক, যেকোন ভূমিকায় ঝড় তুলতে পারেন জাহ্নবী কাপুর, দেখুন তাঁর সুন্দর ছবি

তবে অভিনেত্রী হিসেবে ছাড়াও জাহ্নবী কাপুর বর্তমানে জনপ্রিয়তার শিখরে রয়েছেন তার স্টাইল স্টেটমেন্টের জন্যেও। সময়ের সাথে সাথে তার স্টাইল এবং লুকস দুটোই একসাথে উন্নতিপ্রাপ্ত হয়েছে। স্টার কিড হলেও তিনি কিন্তু এখন যথেষ্ট সম্মান পাচ্ছেন তার অভিনয় এবং তার স্টাইলের দৌলতে। ওনার পাশাপাশি তার সবথেকে প্রিয় বন্ধু সাইফ আলী খানের কন্যা সারা আলী খানও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তার স্টাইলের জন্যে।

শাড়ি হোক বা জিমের পোশাক, যেকোন ভূমিকায় ঝড় তুলতে পারেন জাহ্নবী কাপুর, দেখুন তাঁর সুন্দর ছবি

জিম ওয়ার হোক অথবা লেহেঙ্গা চোলি, সবকিছুতেই তারা বেশ জনপ্রিয়। যেকোনো লুকে তারা অনবদ্য। এর জন্যই সোশ্যাল মিডিয়াতেও তাদের দুজনের ফলোয়ার প্রচুর। এই দুইজনের বোল্ডনেস দেখে বলি টাউনের সকলেই চমকে যান। টিনসেল টাউনের সবথেকে স্টাইলিশ তারকাদের মধ্যেও তারা হয়ে উঠেছেন শীর্ষস্থানীয়। গত সপ্তাহে টিনসেল টাউনে একটি পার্টি হয়ে গেলো যেখানে পার্টির একেবারে প্রাণকেন্দ্র হয়ে ছিলেন তিনি।

শাড়ি হোক বা জিমের পোশাক, যেকোন ভূমিকায় ঝড় তুলতে পারেন জাহ্নবী কাপুর, দেখুন তাঁর সুন্দর ছবি

কখনো বোল্ড শাড়ি লুক, আবার কখনো ডিপ কাটের ব্লাউজের সাথে লেহেঙ্গা, বারবার নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে সকলকে চমকে দিয়েছেন জাহ্নবী কাপুর। নিজের লুকের জৌলুসে অন্যান্য অভিনেত্রীদের ১০ গোল দিতে পারেন তিনি।

শাড়ি হোক বা জিমের পোশাক, যেকোন ভূমিকায় ঝড় তুলতে পারেন জাহ্নবী কাপুর, দেখুন তাঁর সুন্দর ছবি