Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জাহ্নবী কাপুরের খোলামেলা পোশাক দেখে ক্ষিপ্ত মানুষ, কটাক্ষের শিকার নেটদুনিয়ায়

Updated :  Thursday, April 7, 2022 1:39 PM

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বর্তমানে বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম। খুব অল্পসময়ের মধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। শ্রীদেবী কন্যা কোন না কোন না কোন কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। সম্প্রতি আবারও মিডিয়ার আলোয় জাহ্নবী। আবারো পোশাক বিতর্কে জড়িয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ঘনিষ্ঠ মহলের কিছু বন্ধু ও নিজের কাজিনের সাথে একটি পাঁচতারা জাপানি রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেরোবার সময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়েন জাহ্নবী কাপুর। ভাইরাল হয় তার ছবি। আর তারপর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে ট্রোল হতে হয়েছে তাকে।

এদিন তার সাথে তার বিশিষ্ট বন্ধু অনন্যা পান্ডে ও তার কাজিন শানায়া কাপুরও উপস্থিত ছিলেন। তবে সবথেকে বেশি নজর কেড়েছেন শ্রীদেবী কন্যা। তিনি আকাশী রঙের স্লিভলেস ও ব্যাকলেস পোশাকে সেজেছিলেন। খোলা চুলে, হালকা মেকাপে ছিলেন তিনি। পায়ে হাই-হিল ও কাঁধে স্লিং ব্যাগ ছিল। রেস্তোরাঁ থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গিয়েছিলেন তিনি। ঐ মুহূর্তে ক্যামেরার সামনে পোজ দিতে চাইছিলেন না অভিনেত্রী, তা তার হবে-ভাবেই স্পষ্ট হয়েছে।

অভিনেত্রীকে এই পোশাকে দেখার পর থেকেই অনেকে তাকে উরফি জাভেদের সাথে তুলনা করেছেন। বলাই বাহুল্য, এই মুহূর্তে জাহ্নবী কাপুর নিজের এই পোশাকের জন্য রীতিমতো ট্রোলড হয়েছেন নেটিজেনদের একাংশের মাঝে, তা ভিডিওটির কমেন্টবক্সের মন্তব্যগুলি দেখলেই স্পষ্ট হবে।

কেউ বলেছেন, উরফি জাভেদের আপডেট ভার্সন; আবার কেউ বলেছেন, উরফির প্রভাব পড়েছে তার উপর। এমন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটনাগরিকরা। অন্যদিকে অনন্যা পান্ডেকে একটি সাদা রঙের ক্রপ টি-শার্ট ও সাদা রিপড্ জিন্সে দেখা গিয়েছে।

এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন জাহ্নবী কাপুর। অভিনেত্রী এখন একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। উল্লেখ্য, আসন্ন ছবি ‘দোস্তানা ২’, মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘বাওয়াল’, ‘গুড লাক জেরি’তে দেখা মিলবে অভিনেত্রীর। ‘দোস্তানা ২’তে অভিনেত্রীর সাথে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অন্যদিকে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা মিলবে তার।