Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাতের পোশাকেই রেস্তোরাঁয় ডিনারে গেলেন জাহ্নবী কাপুর, দেখামাত্রই কটাক্ষের শিকার অভিনেত্রী

Updated :  Friday, May 20, 2022 7:42 PM

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম এটি। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথেই ডিনার ডেটে গিয়েছিলেন তিনি। আর সেখানেই কোন এক রেস্তোরাঁর বাইরে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়েছেন অভিনেত্রী। আর সেখানেই অভিনেত্রীর পোশাক দেখে তাকে কটাক্ষ করেছেন নেটনাগরিকদের একাংশ।

ইনস্টাগ্রামের অন্যতম জনপ্রিয় পেজ ‘ভাইরাল ভয়ানী’ থেকেই অভিনেত্রীর এই লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে অভিনেত্রীকে একটি কালো স্লিভলেস, শর্ট ড্রেসে দেখা গিয়েছে। বিনা মেকাপ লুকেই ছিলেন তিনি। পায়ে কালো রঙের স্লিপার্স পরেছিলেন। সম্প্রতি খোলা চুলে একেবারে সাধারণভাবেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি জাহ্নবী কাপুরকে এই লুকে দেখার পর থেকেই নেটনাগরিকদের একাংশ তার দিকে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষের তীর।

কোন এক নেটিজেন লিখেছেন, এমন ধরনের পোশাক পরে তিনি রোজ রাতে ঘুমাতে যান। আবার কেউ সরাসরি লিখেছেন, অভিনেত্রী এই ধরনের পোশাক ছাড়া আর কিছুই পারেন না। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই এমন নানা ধরনের মন্তব্য চোখে পড়বে। উল্লেখ্য, জানা গিয়েছে ঐ দিন নিজের ঘনিষ্ঠ দুই বন্ধু অনন্যা পান্ডে ও সানায়া কাপুরের সাথেই একটি পাঁচতারা রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন ‘ধাড়াক’ খ্যাত অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর রেস্তোরাঁয় ঢোকার আগেই এই লুকে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পরেছেন তিনি।

উল্লেখ্য, খুব শীঘ্রই আবারো বড়পর্দায় দেখা মিলবে শ্রীদেবী কন্যার। খুব অল্পসময়ের মধ্যেই এই ইন্ডাস্ট্রিতে নিজের একটা পাকাপোক্ত জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। তার অভিনয় শৈলী প্রশংসিত দর্শকমহলেও। ইতিমধ্যেই একাধিক হিট ছবি নিজের অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। খুব শীঘ্রই বড়পর্দায় আসন্ন ‘দোস্তানা ২’, ‘গুড লাক জেরি’, ‘তাকাত’, ‘মিলি’র মতো ছবিতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে জাহ্নবীর। অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা।