Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Janhvi Kapoor: সিজলিং কায়দায় ফটোশুটে জাহ্নবী কাপুর, ব্রালেট ও ডিজাইনার গাউনে ভাইরাল ছবি

Updated :  Tuesday, June 25, 2024 9:31 PM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেত্রী ছিলেন শ্রীদেবী। এখন বলিউডে জনপ্রিয়তার শীর্ষে তাঁর কন্যা জাহ্নবী কাপুর। তাঁর ফ্যান ফলোয়ার তাঁর ছবিতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেন।

বলিউড ডিভা জাহ্নবী কাপুর

বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাধর অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তিনি ২০১৮ সালে রোম্যান্টিক মুভি ধড়কের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি ইশান খট্টরের সাথে করেছিলেন রোম্যান্স। শশাঙ্ক খৈতানের পরিচালনায় পার্থবী সিং রাঠোরের চরিত্রে অভিনয় করেছিলেন ওই সিনেমায় জাহ্নবী। এটি ছিল নাগরাজ মঞ্জুলের ২০১৬ সালের মারাঠি ছবি সাইরাতের হিন্দি রিমেক। বড় পর্দায় জাহ্নবীর পরবর্তী উপস্থিতি ছিল ২০২২ সালে বনি কাপুরের মিলি সিনেমায়। জাহ্নবী কাপুর ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন আজকের দিনে এবং তিনি তার সাহসী চেহারার দৌলতে ভক্তদের মধ্যে একটা নিজের একটা জনপ্রিয়তা তৈরি করতে সক্ষম হন সবসময়।

Janhvi Kapoor: সিজলিং কায়দায় ফটোশুটে জাহ্নবী কাপুর, ব্রালেট ও ডিজাইনার গাউনে ভাইরাল ছবি

জাহ্নবী কাপুরের ভাইরাল ছবি

সম্প্রতি এই অভিনেত্রীর কিছু ফটোশুটের ছবি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। ছবিতে এই অভিনেত্রী একটি বারান্দায় দাঁড়িয়ে পোজ দিয়েছেন। তাঁর পরনে রয়েছে একটি ব্রালেট ও মিডনাইট ব্লু রংয়ের গাউন। তাঁর এই পোশাক ডিজাইন করেছেন জনপ্রিয় ডিজাইনার রাহুল মিশ্র। ওই ড্রেসে ব্যাপক সুন্দরী লাগছিল বলি নায়িকাকে। জানা গেছে প্যারিসে কোনো একটি র‍্যাম্পওয়াক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। ছবিতে তাঁর পাতলা কোমর ও কার্ভি ফিগার দেখে লজ্জায় লাল হয়ে যাবেন আপনি। তাঁর সাহসী অবতারের এই ছবিগুলি নিয়ে ইন্টারনেট দুনিয়াতে রীতিমত হইচই পড়ে গিয়েছে।

Janhvi Kapoor: সিজলিং কায়দায় ফটোশুটে জাহ্নবী কাপুর, ব্রালেট ও ডিজাইনার গাউনে ভাইরাল ছবি