Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জয়া বচ্চন তার নাতনির কথা ফাঁস করলেন, বললেন – ‘আরাধ্যার মা নন ঐশ্বরিয়া’

Updated :  Saturday, January 13, 2024 8:11 PM

সাম্প্রতিক কালে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর সাথে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে বলিউড। অভিষেকের হাতের আঙুলে দেখা যাচ্ছে না বিয়ের আংটি। কিন্তু ঐশ্বর্য ইতিমধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নাকচ করেছেন। যদিও তাতে এখনও কেউই বিশ্বাস করছেন না। শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সাথে জয়া বচ্চন (Jaya Bachchan)-এর বিবাদের কারণেই বচ্চন পরিবারের অশান্তির রোষ ধূমায়িত হচ্ছে। অভিষেকের সাথে ঐশ্বর্যর বিয়ের পর থেকেই জয়ার সাথে তাঁর পুত্রবধূর সম্পর্কের সমীকরণ ভালো ছিল না বলে শোনা যেত। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কখনও জয়ার কাঁধে মাথা রাখতে দেখা যেত ঐশ্বর্যকে, কখনও বা জয়ার হাত ধরে ইভেন্টে প্রবেশ করতেন তিনি।

সম্প্রতি জয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, আরাধ্যা (Aradhya Bachchan)-কে মনে হয় না ঐশ্বর্যর মেয়ে। সাক্ষাৎকারের এই অংশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই জয়ার সমালোচনা শুরু করেছেন। কারণ তাঁরা পুরো সাক্ষাৎকারটি দেখেননি। প্রকৃতপক্ষে, জয়া বলেছেন, তিনি কখনও ঐশ্বর্যর মতো মা দেখেননি। ঐশ্বর্যর মতো মা হওয়া কারও পক্ষে সম্ভব বলে মনে করেন না জয়া। কারণ ঐশ্বর্যর কেরিয়ারের পিক আওয়ারে জন্ম হয়েছিল আরাধ্যার। কিন্তু মেয়ের জন্য জীবনে অনেক আত্মত্যাগ করেছেন ঐশ্বর্য। কাজের সংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে কমিয়েছেন। মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকেন না ঐশ্বর্য।

জয়ার মতে, আরাধ্যা ঐশ্বর্যর মেয়ে নয়, তাঁর জীবন। আরাধ্যার জন্মের পর ঐশ্বর্যর ওজন যথেষ্ট বেড়ে গিয়েছিল। ফলে তাঁকে সমালোচিত হতে হয়েছিল নেটিজেনদের কাছে। কিন্তু একরত্তি মেয়েকে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন কান ফিল্ম ফেস্টিভ্যালে। মাত্রাতিরিক্ত ওজন হওয়া সত্ত্বেও কানের রেড কার্পেটে সকলের নজর কেড়েছিলেন ঐশ্বর্য। শত ব্যস্ততার মাঝেও আরাধ্যাকে নিজে পড়ান ঐশ্বর্য। তার প্রতিটি চাহিদার খেয়াল রাখেন আরাধ্যার মা।

আরাধ্যার সাথে তার মায়ের সম্পর্কের রসায়ন যথেষ্ট সুন্দর। একাধিক বার পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হওয়ার সময় ‘মাম্মা’ বলে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে তাঁর কাঁধে মাথা রাখে আরাধ্যা। বোঝা যায়, মা তার একমাত্র নিশ্চিন্ত আশ্রয়।