সবুজ গ্রাম্য পরিবেশে নদীর জলে নেচে তাক লাগালেন এই সুন্দরী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বাংলার লোকসঙ্গীত বিশেষ ভাবে সমৃদ্ধ। কারণ বাংলার বুকে রয়েছে শিল্পকে সমৃদ্ধ করার সূত্র। রয়েছে ভাটিয়ালি, বাউল গানের সুর। ফলে বাংলা দিনের পর দিন সমৃদ্ধ হয়েছে লোকসঙ্গীতের দিকে। লোকসঙ্গীতের বিভিন্ন পর্যায় রয়েছে। এর মধ্যে অধিকাংশ পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লোকসঙ্গীতগুলি নিবেদন করা হয়। তবে কয়েকটি লোকসঙ্গীতে রয়েছে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। এইরকম একটি লোকসঙ্গীত হল ‘বন পাহাড়ি সাজে’। অরিজিৎ চক্রবর্তী (Arijit Chakraborty)-র গাওয়া এই গানের সাথে ডান্স পারফরম্যান্স করেছেন অনেকেই। তবে নজর কেড়েছে জয়ন্তী চক্রবর্তী (Jayanti Chakraborty)-র ভিডিও।
2022 সালের 26 শে জুলাই জয়ন্তী নিজের ‘জে সি’ নামক ইউটিউব চ্যানেলে এই ডান্স ভিডিওটি আপলোড করেছেন জয়ন্তী। তিনি নিজেই এই ডান্স পারফরম্যান্সটি কোরিওগ্রাফি করেছেন। এখনও অবধি এই ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চার লক্ষ অতিক্রম করেছে। ভিডিওটির শুট হয়েছে প্রকৃতির বুকে। চারিদিক সবুজে ঘেরা। বয়ে যাচ্ছে ঝিরঝিরে নদী। ভিডিওর শুরুতে দেখা যায়, নদীর জলে পায়ের পাতা ভিজাচ্ছেন জয়ন্তী। এরপর তাঁকে দেখা যায় নদীর ধারে বসে থাকতে। নদীর ধারে রয়েছে বালির চর।
জয়ন্তীর পরনে রয়েছে হলুদ শাড়ি। শাড়ি জুড়ে রয়েছে সবুজ রঙের কারুকার্য। এই শাড়ির সাথে জয়ন্তী টিম আপ করেছেন সবুজ রঙের ব্লাউজ। খোলা রয়েছে চুল। মেকআপ যথেষ্ট হালকা। গয়নার বাহুল্য নেই। নদীতে পায়ের পাতা ভিজিয়ে নাচছেন জয়ন্তী। কোরিওগ্রাফিতে চুলের সঠিক ব্যবহার করেছেন তিনি। লোকনৃত্যের ধাঁচে নাচের কোরিওগ্রাফি হলেও কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফিউশন। নেটিজেনদের একাংশ জয়ন্তীর কোরিওগ্রাফির প্রশংসা করেছেন।