Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দ্বিতীয় দফার রাজ্য জয়েন্টের আসন সংরক্ষণের তালিকা দেখুন এই পদ্ধতিতে

Updated :  Friday, September 25, 2020 7:13 PM

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের দ্বিতীয় দফার আসন সংরক্ষণের তালিকা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষদ বিবরণ। ডব্লিউবিজেইইবি-র এ বছরের কাউন্সেলিং শেষ হবে মোট তিনটি দফায়। এর মধ্যে প্রথম দফার কাউন্সেলিং চলবে ৬ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

যেই সব পরীক্ষার্থীরা ১৮ সেপ্টেম্বরের মধ্যে ডব্লিউবিজেইইবি ২০২০ এর দ্বিতীয় দফা কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন করেছে শুধুমাত্র তাঁদের নামই উঠবে এই তালিকায়। প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনার বোর্ডের ওয়েবসাইট wbjeeb.nic.in-এ যেতে হবে।

এরপরে ডব্লিউবিজেইইবি ট্যাব-এ ক্লিক করে গো টু ডব্লিউবিজেইইবি কাউন্সেলিং ২০২০-তে যেতে হবে। পরে ভিউ সিট অ্যালটমেন্ট রেজান্টস ফর রাউন্ড ২-এ যেতে হবে। এরপর ডব্লিউবিজেইইবি-র রোল নম্বর এবং পাসওয়ার্ড এন্টার করতে হবে। সাবমিট অপ্সহনে ক্লিক করতে হবে। তাহলেই দেখা যাবে ডব্লিউবিজেইইবি-র দ্বিতীয়দফার আসন সংরক্ষণ তালিকা।