Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ভারতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

Updated :  Wednesday, January 15, 2020 1:59 PM

ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের ডিজিটাইজেশনের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। বুধবার অ্যামাজনের সিইও জেফ বেজোস জানিয়েছেন একথা। তিনি বলেছেন যে, তাঁর সংস্থা অ্যামাজন ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের ডিজিটাইজেশনের জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ভারতীয় মুদ্রায় জাতি প্রায় ৭০০০ কোটি টাকা। সম্বভ সামিট উপলক্ষে এই মুহুর্তে নয়াদিল্লিতে থাকা জেফ বেজোস আরও বলেছেন, ২০২৫ সালের মধ্যে অ্যামাজন বিশ্বব্যাপী ১০ বিলিয়ন ডলারের ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্য রফতানি করবে। অনলাইন বাজারের সাথে খুচরো বাজারের ঝামেলার মধ্যে জেফ বেজোসের এই ভারত সফর যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

অ্যামাজনের সিইও ভারত-মার্কিন বাণিজ্য নিয়ে মন্তব্য করেন, ‘একবিংশ শতাব্দীতে ভারত-মার্কিন জোট সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, যা তিনি মনে করেন যে ‘ভারতীয় শতাব্দী হতে চলেছে।’ উল্লেখ্য জেফ বেজোসের ভারতে আগমনের কয়েক ঘন্টা আগে The Competition Commission of India (CCI) অনলাইন জায়ান্ট অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এবং লক্ষ লক্ষ ক্ষুব্ধ ছোট দোকান মালিকদের সমন্বয়ে ব্যবসায়ী সংগঠন বিক্ষোভ ঘোষণা করে। ফেয়ার ট্রেড নিয়ন্ত্রক বলেছে যে, এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের অতিরিক্ত ছাড়ে জিনিস বিক্রি করার বিষয়টা তদন্ত করে দেখবে।

আরও পড়ুন : বছরের শুরুতেই সুখবর, বাড়তে পারে আয়কর ছাড়ের পরিমাণ

এদিকে বেজোস যখন অ্যামাজনে ক্ষুদ্র ব্যবসা এবং ব্যবসায়ীদের খুশি করার চেষ্টা করছেন, তখন দেশের বহু ব্যবসায়ী তার ভারত সফরের প্রতিবাদ করছেন কারণ তারা অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে এফডিআই লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অল ইন্ডিয়া ট্রেডারস কনফারেন্সের (সিএআইটি) নেতৃত্বে একাধিক ব্যবসায়ী ‘গো ব্যাক বেজোস’ এর মতো স্লোগান দিয়ে দেশের ৩০০ টি শহর জুড়ে রাস্তায় নেমেছিলেন। দিল্লিতে, জন্তর মন্তরে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল।