Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jhanvi Kapoor: নীল অফ-শোল্ডার আউটফিটে শ্রীদেবী কন্যা, খোলা চুলে পোজ দিলেন অভিনেত্রী

Updated :  Thursday, July 21, 2022 8:25 PM

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলাতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি পাপারাজিৎদের দৌলাতেই আবারো চর্চায় তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরাও একাধিক ফ্যান পেজ তৈরি করে রেখেছে, যেখান থেকে প্রায়ই অভিনেত্রীর একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার হয়ে থাকে। সম্প্রতি পাপারাজিৎদের দৌলতে অভিনেত্রীর নতুন লুক সামনে এসেছে ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্ট বলিউড’এর অফিসিয়াল পেজের তরফ থেকে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে নীল রঙের অফ-শোল্ডার আউটফিটে দেখা গিয়েছে, যা খুব স্বাভাবিকভাবেই নজর টেনেছে সমস্ত নেটনাগরিকদের। অভিনেত্রীর পোশাকের উপরের অংশ অফ-শোল্ডার, টিউব কাটিং ব্রায়ের মতো ছিল। এই পোশাকে হালকা মেকাপে, খোলা চুলে ছিলেন অভিনেত্রী। এই পোশাকে নিজের অ্যাপার্টমেন্টের সামনেই দেখা দিয়েছেন তিনি। তার এই বোল্ড লুক পাপারাজিৎদের সূত্র ধরে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতেই, মুগ্ধ তার ভক্তমহল।

শেয়ার হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেই মুগ্ধতার ঝলক মিলবে। এই মুহূর্তে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর আপাতত নিজের এই নতুন আউটফিটের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। উল্লেখ্য, সম্ভবত চলতি বছরেই জাহ্নবী কাপুর অভিনীত ‘গুড লাক জেরি’ মুক্তি পেতে পারে বড়পর্দায়, অপেক্ষায় ভক্তমহল।