দেশনিউজ

শেষ হল ঝাড়খণ্ড বিধানসভার ভোট, পরবর্তী মুখ্যমন্ত্রী কে? জানতে অপেক্ষা ২৩ ডিসেম্বর

Advertisement

শুক্রবার ১৬ টি কেন্দ্রের ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে পাঁচ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো ঝাড়খন্ডে। এরপরই জল্পনা বাড়ছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে? নাগরিকত্ব আইনের বিরোধিতায় সারা দেশ যখন উত্তাল সেই মুহূর্তে ৩৭০ ধারার সুফল ঘরে তুলতে পারবে কি বিজেপি? ক্ষমতায় পুনরায় ফিরবেন কি রঘুবর দাস? নাকি, ঘুঁটি সাজিয়ে ক্ষমতার চূড়ায় উঠে আসবেন শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা? নাকি সবাইকে চমকে দিয়ে উঠে আসবে আজসু? নাকি অঙ্কের খেলায় বাজিমাত করবে কংগ্রেস? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটি দিন।

ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন নিয়ে উত্তেজনা ছিল প্রথম থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মন্ত্রীসভার একঝাঁক প্রথম সারির সদস্যরা এসেছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সমর্থনে প্রচার করতে। কংগ্রেসের হয়ে প্রচারে এসেছেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা বঢ়রাও। প্রচারে চমক দিয়েছিল আজসুও। গত বিধানসভা নির্বাচনে বিজেপি আজসুকে সঙ্গে ক্ষমতায় এসেছিল।

আরও পড়ুন : আমরা ক্ষমতায় থাকাকালীন বিহারে এনআরসি হবেনা, সাফ জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

মুখ্যমন্ত্রী হয়েছিলেন রঘুবর দাস। এবার জোট ভেঙে আলাদা আলাদা ভাবে ভোটে লড়েছে বিজেপি ও আজসু। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন ভোটে লড়েছিলেন এককভাবে। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ২৩ ডিসেম্বর ভোটগণনা ঝাড়খন্ডে।

Related Articles

Back to top button