ভারত-আমেরিকার সু-সম্পর্ক তৈরিতে সময় লেগেছে ছয় দশক : ভারতের বিদেশমন্ত্রী

শনিবার ‘ইন্ডিয়া গ্লোবাল উইক’ উপলক্ষে আয়োজিত একটি ইন্টারঅ্যাক্টিভ ভিডিয়ো সেশনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, “ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ করেই গড়ে ওঠেনি। এই সম্পর্ক তৈরি হতে সময় লেগেছে ছয় দশক”। ভারতের সঙ্গে আমেরিকার এমন সুসম্পর্ক গড়ে উঠেছে একদিনে নয়। তবে এমন সম্পর্ক গড়ে ওঠার ব্যবধানটা দ্রুত মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

ভারতের সঙ্গে আমেরিকার এমন সুসম্পর্কের কথা ব্যাখ্যা করতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, “শেষ চারজন মার্কিন প্রেসিডেন্টকে মনে করুন। চারজন প্রেসিডেন্ট যথা ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ উইলিয়াম বুশ এবং বিল ক্লিন্টন সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। তাঁরা প্রত্যেকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করেছেন। এদের মধ্যে অন্যান্য যতই অমিল খুঁজে পাওয়া যাক, এই একটি জায়গায় আপনারা মিল খুঁজে পাবেন”।

আর এই সম্পর্ক তৈরি হওয়ার পিছনে যে ছয় দশক সময় লেগেছে এবার সেই সময়ের ব্যবধান মুছে ফেলতে দুই দেশের নিরাপত্তা রক্ষায়, প্রতিরক্ষার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে এবং প্রযুক্তিতে জোর দেওয়া হচ্ছে। এছাড়াও এস জয়শঙ্কর জানান, ” দুই দেশের মানুষের সম্পর্ক গড়ে উঠতে মূল্যবোধের একটা বড় ভূমিকা কাজ করে। আর এরফলেই ভারত ও আমেরিকার মানুষেরা একে অপরকে চিনতে ও বুঝতে পেরেছেন”।