Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর চিন্তা নেই! JIO এর এই কাজটি করলে কাঁটা হবে না ৬ পয়সা! জেনে নিয়ে তাড়াতাড়ি করুন

সম্প্রতি IUC অর্থাৎ ইন্টারনেট ইউজেস চার্জ বসিয়েছে মোবাইল পরিষেবা সংস্থা জিও। গত বুধবার রিলায়েন্স জিও তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, এবার থেকে অন্য জিও ছাড়া কোন টেলিকম নেটওয়ার্কে ফোন…

Avatar

সম্প্রতি IUC অর্থাৎ ইন্টারনেট ইউজেস চার্জ বসিয়েছে মোবাইল পরিষেবা সংস্থা জিও। গত বুধবার রিলায়েন্স জিও তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, এবার থেকে অন্য জিও ছাড়া কোন টেলিকম নেটওয়ার্কে ফোন করতে হলে গ্রাহকদের কাছ থেকে প্রতি মিনিটে ৬ পয়সা হিসাবে চার্জ কাটা হবে। ১০ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে এই নতুন নিয়মটি। তবে এই নিয়ে আপনার চিন্তার কোনও কারণ নেই। কারণ নিজের গ্রাহকদের সুবিধা দিতে রিলায়েন্স জিও নিয়ে এসেছে কিছু ভাউচার প্যাক।

মোট ৪ টি আইইউসি ভাউচার প্যাক নিয়ে এসেছে জিও। এই প্যাকগুলির মূল্য ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। ১০ টাকা রিচার্জে পেয়ে যাবেন ১২৪ মিনিটের ফ্রি কলিং। সঙ্গে ১ জিবি নেট। এছাড়া ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার রিচার্জে যথাক্রমে ২৪৯ মিনিট, ৬৫৬ মিনিট এবং ১৩৬২ মিনিট ফ্রি কলিং পাওয়া যাবে। সঙ্গে ২০ টাকায় ২ জিবি, ৫০ টাকায় ৫ জিবি ও ১০০ টাকায় ১০ জিবি নেট ব্যবহার করা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author