BB Plusটেক বার্তা

Jio গ্রাহকদের জন্য বড় ঝটকা, ১৯ এবং ২৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমালো কোম্পানি

জুলাই মাসে জিও তাদের রিচার্জ পরিকল্পনার দাম বৃদ্ধি করার পূর্বে ১জিবি ডেটা ১৫ টাকায় বিক্রি করতো।

Advertisement

দেশের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তথা রিলায়েন্স জিও এবার তাদের গ্রাহকদের বড় ঝটকা দিল। আপনার নিঃসন্দেহে জানেন, ২০২৪ সালের জুলাই মাসে রিলায়েন্স জিও তাদের প্রত্যেকটি রিচার্জ পরিকল্পনার দাম ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। যার পর থেকে প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে জায়গা পাচ্ছে মুকেশ আম্বানির সংস্থার কার্যকলাপ। তবে এবার দেশের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে, যা রীতিমতো ঘুম উড়িয়ে দিতে চলেছে গ্রাহকের। আজ্ঞে হ্যাঁ, আপনি যদি জিওর সিম ব্যবহার করেন, তবে এই প্রতিবেদনটি আপনাকে বড় ধাক্কা দিতে চলেছে।

জুলাই মাসে জিও তাদের রিচার্জ পরিকল্পনার দাম বৃদ্ধি করার পূর্বে ১জিবি ডেটা ১৫ টাকায় বিক্রি করতো। যেখানে ২৫ টাকায় পাওয়া যেত ২জিবি হাই স্পিড ডেটা। তবে অন্যান্য পরিকল্পনার পাশাপাশি বুস্টার ইন্টারনেট পরিকল্পনার দামও বৃদ্ধি করেছিল সংস্থাটি। বর্তমানে ১জিবি ইন্টারনেটের জন্য গ্রাহকের ১৯ টাকা এবং ২জিবি ডেটার জন্য গ্রাহকের ২৯ টাকা খরচ করতে হচ্ছে। তবে এই ডেটার ভ্যালিডিটি ছিল মূল রিচার্জের ভ্যালিডিটি পর্যন্ত। অর্থাৎ যদি কেউ ৩০ দিনের রিচার্জ পরিকল্পনা গ্রহণ করেন এবং একই সময় অতিরিক্ত টাকার মাধ্যমে ইন্টারনেট প্যাক ক্রয় করেন, তবে সেই ইন্টারনেট আগামী ৩০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারতেন গ্রাহকরা।

তবে এবার সেই পরিকল্পনায় বড়সড়ো পরিবর্তন আনতে চলেছে রিলায়েন্স জিও। এবার থেকে আর অতিরিক্ত ডেটা পরিকল্পনা যুক্ত হবে না মূল রিচার্জ ভ্যালিডিটির সাথে। অর্থাৎ অতিরিক্ত ডেটা খরচ করতে শুধুমাত্র ২৪ ঘন্টা সুযোগ পাবেন গ্রাহকরা। এই সময়ের মধ্যে যদি গ্রাহকরা বুস্টার ডেটা খরচ না করেন, তবে নির্দিষ্ট সময় অতীত হওয়ার পর সেই ডাটা ব্যবহার করতে পারবে না গ্রাহকরা। অর্থাৎ বুস্টার ডাটা রিচার্জ করলে তা আগামী ২৪ ঘন্টার মধ্যে খরচ করতে হবে। স্বাভাবিকভাবেই রিলায়েন্স জিওর এই সিদ্ধান্ত গ্রাহকদের দুশ্চিন্তায় ফেলতে চলেছে।

Related Articles

Back to top button