Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jio vs BSNL: ৭০ দিনের মেয়াদের প্ল্যানে মুখোমুখি জিও, BSNL, কার প্ল্যান সবথেকে সেরা?

Updated :  Wednesday, November 20, 2024 11:10 AM

রিলায়েন্স জিও এবং বিএসএনএল, দুটি কোম্পানি গ্রাহকদের খুব সস্তা দামে বেশ কিছু রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই দুটি কোম্পানির কাছে ৭০ দিনের ভ্যালিডিটি সহ বেশ কিছু প্রিপেড প্ল্যান রয়েছে। জিও ৭০ দিনের ভ্যলিডিটি সহ রিচার্জ প্ল্যানের দাম রেখেছে ৬৬৬ টাকা। অন্যদিকে bsnl এর রিচার্জ করলে আপনি ৭০ দিনের জন্য ১৯৭ টাকা দিয়ে রিচার্জ করতে পারেন। ফলে বেশ সস্তায় আপনাকে বিএসএনএল কিছু রিচার্জ অফার দিচ্ছে। তবে সত্যিই কি বিএসএনএল জিওর থেকে বেশি ভালো? নাকি জিও আপনাকে বেশি বেনিফিট দিচ্ছে? চলুন আজকে তাহলে সেটাই জেনে নেওয়া যাক।

Jio এর ৭০ দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

এই মুহূর্তে জিওর কাছে ভারতের সবথেকে সস্তা ৭০ দিনের রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে আপনারা প্রচুর ইন্টারনেট বেনিফিট পেয়ে যান। এই প্ল্যান এর দাম রাখা হয়েছে মাত্র ৬৬৬ টাকা। এই প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনার প্রতিদিন খরচ পড়বে মাত্র ৯ টাকা ৫১ পয়সা করে। গ্রাহকরা প্রতিদিন পেয়ে যাবেন ১.৫ জিবি করে ইন্টারনেট। পুরো ভ্যালিডিটিতে মোট ১০৫ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। যদি আপনার প্রতিদিনের ডেটা লিমিট শেষ হয়ে যায় তাহলে আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন ৬৪ কেবিপিএস গতিতে। ডেটার পাশাপাশি গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। এর সাথেই প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন আপনারা। এর পাশাপাশি অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের একসেস।

BSNL এর ৭০ দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

একই ৭০ দিনের ভ্যালিডিটি সহ একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে bsnl কোম্পানিটি। এই অফারের দাম মাত্র ১৯৭ টাকা। তবে এখানে কিন্তু আপনারা ৭০ দিনের ভ্যালিডিটি পেয়ে গেলেও, প্রথম ১৫ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিদিন আপনাকে ২ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে প্রথম ১৫ দিনের জন্য। কিন্তু তারপরে আপনাকে রিচার্জ করতে হবে। প্রতিদিনের ডাটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড কমে হয়ে যাবে ৪০ কেবিপিএস। ১৫ দিনের পর কিন্তু আপনি আর ইন্টারনেট পাবেন না। সঙ্গেই কিন্তু আপনি কোন কলিং করতে পারবেন না। এর পাশাপাশি, বিএসএনএল আপনাকে ১০০টি করে এসএমএস প্রতিদিন করতে দেবে ১৫ দিনের জন্য। তবে ১৫ দিন পরে সেই সুবিধাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে আপনার সিম এক্টিভ থাকবে, আপনার কাছে কল আসবে এবং মেসেজ আসবে। তবে গ্রাহকদের কলিং, ডেটার জন্য আলাদা রিচার্জ করাতে হবে।

জিও নাকি বিএসএনএল কোন কোম্পানির রিচার্জ প্ল্যান ভ্যালু ফর মনি

৬৬৬ টাকা রিচার্জে জিও পুরো ৭০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে এবং সঙ্গেই দিচ্ছে আনলিমিটেড কলিং এসএমএস এবং ইন্টারনেটের সুবিধা। অন্যদিকে বিএসএনএল ১৯৭ টাকার প্ল্যান অফার করলেও মাত্র ১৫ দিনের জন্য সমস্ত সুবিধা দিচ্ছে। তাই ৭০ দিন মনে হলেও, আপনি যদি সিম চালাতে চান তাহলে কিন্তু, এই রিচার্জ মাত্র ১৫ দিনের রিচার্জ বলা যেতে পারে। তাই যদি আপনার কলিং এসএমএস এবং ইন্টারনেট ব্যবহার করতে হয়, তাহলে জিও সব থেকে ভালো। আর যদি শুধু আপনার সিম চালু রাখতে হয়, তাহলে বিএসএনএল আপনার জন্য সেরা।