ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio Recharge Plan: ২০০ টাকার কমে 5G রিচার্জ প্ল্যান আনল Jio, জেনে নিন আর কী সুবিধা পাবেন

জিও কোম্পানিটি ভারতে এখন দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে

Advertisement

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও এবারে মাত্র ১৯৮ টাকা দামের একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান পেশ করেছে ভারতের গ্রাহকদের জন্য। বর্তমানে এই প্ল্যান হলো কোম্পানির পক্ষ থেকে ব্যবহারকারীদের জন্য দেওয়া একটি সস্তা রিচার্জ প্ল্যান। এই প্লানের বিশেষত্ব হলো এখানে আপনি আনলিমিটেড ৫জি সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এই প্ল্যান এর মাধ্যমে ব্যবহারকারীরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। চলুন এই প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio ১৯৮ টাকার প্ল্যান

আপনাদের জানিয়ে রাখি ১৯৮ টাকার এই প্রিপেইড রিচার্জ প্ল্যান ১৪ দিনের ভ্যালিডিটি সহ আসছে। এই রিচার্জ প্ল্যান এর অধীনে আপনারা আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, এবং প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। একইসঙ্গে এই প্ল্যান রিচার্জ করলে আপনি জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এছাড়া এই প্লানে দেশজুড়ে যে কোন জায়গায় রিচার্জ করা যাবে। তবে এটি কিন্তু সবথেকে সস্তা রিচার্জ প্ল্যান নয়। এটি ছাড়াও কোম্পানির কাছে ১৮৯ টাকার এবং ১৯৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। ১৯৯ টাকা দামের রিচার্জ প্ল্যান এর মাধ্যমে আপনারা কিছুটা বেশি বেনিফিট পেয়ে যাবেন।

Jio ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান

এই প্লান রিচার্জ করলে আপনি মোট ২ জিবি ইন্টারনেট, আনলিমিটেড কলিং, ৩০০টি করে প্রতিদিন এসএমএস করার সুবিধা পেয়ে যাবেন। ২৮ দিনের জন্য এই প্ল্যান ভ্যালিডিটি থাকে। যদি আপনি আপনার সিম কার্ড শুধুমাত্র কলিং ও মেসেজ করার জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু এই প্ল্যান আপনি ব্যবহার করতে পারেন। তবে যদি ইন্টারনেট ব্যবহার করতে হয়, তাহলে আপনাকে অন্য রিচার্জ প্ল্যান নিতে হবে।

Jio ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

১৯৯ টাকা দামের রিচার্জ প্লানে আপনি ১.৫ জিবি করে ডেটা সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলসহ প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারেন। ১৮ দিন পর্যন্ত ভ্যালিডিটি পেয়ে যাবেন এই প্ল্যান রিচার্জ করলে।

Related Articles

Back to top button