Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবশেষে মুক্তি পেলেন মেহবুবা মুফতি

Updated :  Wednesday, October 14, 2020 9:20 AM

শ্রীনগর: অবশেষে মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গতকাল, মঙ্গলবার রাতে তিনি মুক্তি পান। গত বছরের আগস্ট মাসে তাঁকে আটক করা হয়েছিল। কিন্তু এক বছর পেরিয়ে যাওয়ার পরেও তিনি এতদিন মুক্তি পাননি। অবশেষে মুক্তির স্বাদ পেলেন মুফতি। তাঁর মুক্তির খবর প্রকাশ করেছেন কাশ্মীরের প্রশাসনিক মুখপাত্র রোহিত কানসাল।

ট্যুইট করে মুফতির মুক্তির খবর জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজাও। তিনি লিখেছেন, ‘মুফতিকে অবৈধভাবে বন্দি রাখার দিন শেষ হল। প্রত্যেককে পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’ ওমর আব্দুল্লাহ মুফতির মুক্তি হওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন। জানা গিয়েছে, আগামী ১৬ অক্টোবর জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করবেন। তবে সেখানে তিনি কী বক্তব্য রাখবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে ৩৭০ ধারা অবলুপ্তির সময় জম্মু-কাশ্মীরের হেভিওয়েট বড় নেতা-নেত্রীদের আটক করা হয়েছিল। তারপর থেকেই বন্দী হয়েছিলেন মুফতি। অবশেষে সেই বন্দী জীবন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরলেন তিনি। মুফতির পাশাপাশি ওই সময় আটক করা হয়েছিল ওমর আব্দুল্লাহকেও। কিন্ত পরবর্তী সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়। যদিও মুফতিকে এতদিন ছাড়া হয়নি। তবে অবশেষে তাঁকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। আর তাই গতকাল তিনি মুক্তি পেলেন।