Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Job fair 2023: সরকারি উদ্যোগে বেসরকারি চাকরির ইন্টারভিউ-এর আয়োজন, আকালের বাজারে অনেকটাই খুশি চাকরিপ্রার্থীরা

পশ্চিমবঙ্গে চাকরির বাজার মন্দা। এর মধ্যেই রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক তুঙ্গে। এই মত অবস্থায় চাকরির মেলা আয়োজিত হলো শ্রীরামপুরে। শ্রীরামপুর কর্ম বিনিয়োগ কেন্দ্র এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই…

Avatar

পশ্চিমবঙ্গে চাকরির বাজার মন্দা। এর মধ্যেই রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক তুঙ্গে। এই মত অবস্থায় চাকরির মেলা আয়োজিত হলো শ্রীরামপুরে। শ্রীরামপুর কর্ম বিনিয়োগ কেন্দ্র এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই জব ফেয়ারের আয়োজন হয়েছে শুক্রবার। প্রায় ১৪০ জনপ্রার্থী এদিন নামি বেসরকারি সংস্থা ইন্টারভিউ দিতে পারলেন বলে জানা গিয়েছে। কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় স্বভাবতই খুশি চাকরি প্রার্থীরা। সরকারি উদ্যোগে বেসরকারি চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরির প্রার্থীরা বললেন, ‘ভালো উদ্যোগ।’ শুক্রবার শ্রীরামপুরের কর্ম বিনিয়োগ কেন্দ্র এবং আইসি এর যৌথ উদ্যোগে এই জব ফেয়ার অনুষ্ঠিত হলো শ্রীরামপুরে। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক উত্তীর্ণ ১৪০ জন চাকরি প্রার্থীকে ডাকা হয়। পাঁচটি বেসরকারি সংস্থা তাদের ইন্টারভিউ গ্রহণ করে।

জানা গিয়েছে, শ্রম দপ্তরের কর্ম বিনিয়োগ কেন্দ্রের নাম নথিভুক্ত করা শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির সুযোগ তৈরি করে দিতে বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সমাজ মাধ্যমে এই সম্পর্কে একটি প্রচার চালানো হয় এবং যোগ্য প্রার্থীদের বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার উদ্দেশ্যে একটি ইন্টারভিউ গ্রহণ করা হবে বলে জানানো হয়। কর্ম বিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর জে সামন্ত বলছেন, “যারা কেন্দ্রে নাম-নথিভুক্ত করেছিলেন এবং রেজিস্ট্রেশন করেছিলেন তাদের ডাকা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, বেকার ছেলে মেয়েরা চাকরি পাক এবং নিজের পায়ে দাঁড়াক।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বেসরকারি সংস্থার প্লেসমেন্ট হেড অরিন্দম চট্টোপাধ্যায় বলছেন, “সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই ধরনের জব ফেয়ার করে থাকি। যারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা কর্ম বিনিয়োগ কেন্দ্রীয় এসে ইন্টারভিউ দিয়েছেন। যারা চাকরি খুজছেন তাদের জন্য এটা একটি দারুন সুযোগ। আমরা খুবই খুশি সরকার যেভাবে এগিয়ে এসেছে তাতে।” বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি কর্পোরেট সংস্থা তাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আশা করা হচ্ছে, এই চাকরি প্রার্থীরা খুব শীঘ্রই চাকরি পাবেন নিজেদের পছন্দমত সংস্থায়।

About Author