Job recruitment: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, জারি বিপুল শূন্যপদ, কিভাবে করবেন আবেদন?

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। সম্প্রতি রেলের তরফে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে লোকো পাইলট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে লোকো পাইলট পদে নিয়োগ করা হবে…

Avatar

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। সম্প্রতি রেলের তরফে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে লোকো পাইলট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে লোকো পাইলট পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া এবং আগামী ৬ মে পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট rrcjaipur.in এ গিয়ে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন সংক্রান্ত কোনো বিষয় পরিবর্তন করা হলেও সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

রেলের তরফে জানানো হয়েছে মোট ২৩৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে যার মধ্যে অসংরক্ষিত রয়েছে ১২০ টি পদ, এসসি রয়েছে ৩৬ টি, ওবিসি রয়েছে ৬৪টি এবং এস টি রয়েছে ১৮টি শূন্যপদ। ২০২৩ সালের ১ জুলাই অনুযায়ী প্রার্থীর বয়স ৪৩ বছরের বেশি হলে চলবেনা। যদিও ওবিসি প্রার্থীরা ৪৫ বছর এবং এসসি অথবা এসটি প্রার্থীরা ৪৭ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিদের মাসিক দেওয়া হবে পেয়ে ম্যাট্রিক্স লেভেল ২ অনুসারে, অর্থাৎ তারা পাবেন ১৯৯০০ টাকা বেতন। প্রার্থীদের ফিটার, ইলেকট্রিশিয়ান, ইন্সট্রুমেন্ট মেকানিক, মিল রাইট মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়ারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার এবং কয়েল উইন্ডার, ডিজেল মেকানিক, ও হিট ইঞ্জিন পদে নিয়োগ করা হবে। এই সমস্ত ট্রেডে পাস করা আইটিআই মেকানিকাল অথবা ইলেকট্রনিক্স ডিগ্রি থাকতে হবে তার। এর পরেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে প্রার্থীদের।

About Author