দেশের অর্থনৈতিক অবস্থার হালত খারাপ। বেকারত্ব ঘরে ঘরে। লাখ লাখ যুবক উচ্চ শিক্ষার ডিগ্রি নিয়ে বসে রয়েছেন ঘরে। তাদের শিক্ষা কোনো কাজেই লাগছে না। এর মাঝেই বড় সুখবর দিলেন তৃণমূল নেতা। আপনার কি কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রিন্ট, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ায়? তাহলে আপনার জন্য বড় সুযোগ। চাকরির সুযোগ মিলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্প্রতি তৃণমূল সাংসদের অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে এই সুযোগের কথা। আপনি কি আগ্রহী? তাহলে চাকরি সমন্ধে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনার যদি রাজনৈতিক ইস্যু নিয়ে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এই চাকরি সমন্ধে বিবেচনা করতে পারেন। রাজনৈতিক ইস্যুতে আগ্রহ ও এক দুই বছর মিডিয়ার কাজের অভিজ্ঞতা থাকলে এই চাকরির জন্য আপনি আবেদন করতে পারেন। এই চাকরিতে আপনি বার্ষিক ৫ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। ক্যামাক স্ট্রিটের অফিস থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়া কোঅর্ডিনেটর পদে নতুন লোক নেওয়া হচ্ছে। দু’টি পদ খালি রয়েছে। মূলত মিডিয়া কোঅর্ডিনেটর, মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করতে হবে ক্যামাক স্ট্রিটের অফিসে। এই চাকরিতে আবেদন করার জন্য madhumita.hr@aitcofficial.in-এ মেইল করে নিজের বায়োডেটা পাঠাতে পারবেন আবেদনকারীরা।
চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা এবং গণজ্ঞাপনে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে।
মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রেস কনফারেন্স এবং মিডিয়া ব্রিফিং নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
সংবাদমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে।
একটি টিমকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা বাঞ্ছনীয়।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film