দেশের অর্থনৈতিক অবস্থার হালত খারাপ। বেকারত্ব ঘরে ঘরে। লাখ লাখ যুবক উচ্চ শিক্ষার ডিগ্রি নিয়ে বসে রয়েছেন ঘরে। তাদের শিক্ষা কোনো কাজেই লাগছে না। তবে রাজ্যের একটি জেলায় বহু আশাকর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্প্রতি সাব-ডিভিশনাল অফিসার আলিপুরদুয়ার এই নোটিফিকেশন প্রকাশ করেছেন। মোট ৮২ জন আশাকর্মী নিয়োগ হবে এই পদে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই পদগুলিতে নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। কি করে করবেন আবেদন বা শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আশাকর্মী পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়া বয়সসীমার নিরিখে বয়স ৩০-৪০ এর মধ্যে হতে হবে। আবেদন করার জন্য আলাদাভাবে কোনো অর্থ দিতে হবে না। আবেদন করার শেষ তারিখ ৩০ ডিসেম্বর। এরপর কোনো প্রার্থী আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না। কি করে করবেন আবেদন? জানতে পড়ে নিন প্রতিবেদনের শেষ অংশটি।
সাব-ডিভিশনাল অফিসার আলিপুরদুয়ারে নোটিফিকেশান অনুযায়ী আবেদন করতে মেনে চলতে হবে কয়েকটি খুবই সহজ স্টেপ। সেগুলি হল:
১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট @alipurduar.gov.in ভিসিট করুন
২) যেখানে আপনি আবেদন করতে যাচ্ছেন, সেই আলিপুরদুয়ার সাব ডিভিশনাল অফিস রিক্রুটমেন্ট বা কেরিয়ারের অপশন দেখে নিন।
৩) অফিসিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি লিঙ্ক থেকে আশাকর্মী চাকরির আবেদনপত্র ডাউনলোড করুন।
৪) আবেদনপত্র শুরু করার আগে শেষ তারিখ দেখুন। কোনো ভুল ছাড়াই আবেদনপত্র পূরণ করুন।
৫) শেষ তারিখের (৩০-ডিসেম্বর-২০২২) আগে সেলফ অ্যাটেস্টেডসহ প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটে উল্লিখিত ঠিকানায় জমা দিন
৬) ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদন ফর্ম নম্বর/কুরিয়ার স্বীকৃতি নম্বরটি রেখে দিন।