“ভোট গণনা বন্ধ করতে হবে, নাহলে আমি সুপ্রিম কোর্ট অবধি যাবো”, হুশিয়ারি ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ভোটে কারচুপি করা নিয়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, যদি ভোটের গণনা বন্ধ না করা হয় তাহলে তিনি সুপ্রিম কোর্ট অবধি…

Avatar

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে ভোটে কারচুপি করা নিয়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, যদি ভোটের গণনা বন্ধ না করা হয় তাহলে তিনি সুপ্রিম কোর্ট অবধি যাবেন।” প্রেসিডেন্ট একটি প্রেস কনফারেন্সে বলেন,” আমাদের দেশের উপর একটি বড়সড় কারচুপি করা হয়েছে। আমরা চাই যাতে, সঠিক পদ্ধতিতে দেশের আইন ব্যবস্থাকে মেনে চলা হয়। এই কারণে আমরা মার্কিন সুপ্রিম কোর্টে যেতে চলেছি। আমরা চাই সমস্ত ভোট কাউন্ট করা যেন বন্ধ করা হয়। আমরা চাই না যাতে, ভোর ৪ টে নাগাদ কোন একটি ব্যালট যুক্ত করা হয় এই তালিকায়।

ট্রাম্প প্রথম থেকেই মেইল ইন ব্যালট পদ্ধতির বিরোধিতা করে আসছেন। এই পদ্ধতিতে ভোট গণনা করতে অনেক সময় লাগে। তার বক্তব্য, এই পদ্ধতিতে ভোট গণনা সম্পূর্ণরূপে বন্ধ করা হোক। প্রসঙ্গত, ট্রাম্প ভোট গণনার আগে বেশ কিছু জায়গাতে জানিয়ে দিয়েছিলেন যে তিনি জিতে গেছেন। এখনও বেশ কয়েক জায়গাতে ভোট গণনা শুরু হয়নি। মিশিগান, জর্জিয়া, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে ভোটের ফলাফল এখনো জানানো হয়নি। মার্কিন নির্বাচনে ম্যাজিক ফিগার হল ২৭০। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এই ম্যাজিক ফিগার থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন।

ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ নিয়ে বর্তমানে সরগরম মার্কিন রাজনীতি। অন্য একটি প্রেস কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন,” আমার যতটা মনে হচ্ছে, আমরা জিতে গেছি। এই কারনে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা আমার সাথে কাজ করেছেন তাদেরকে অভিবাদন দিতে চাই।”

তিনি আরো জানিয়েছেন, যেখানে যেখানে ভোট গণনা চলছিল সেখানে রিপাবলিকানরা জিতছেন। আমাদের সবকটি আসন চাইনা কিন্তু তবুও আমরা জিতছি। ফ্লোরিডাতে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জিতে গিয়েছেন। এছাড়াও ওহাইও এলাকাতে জো বাইডেন কে করা টক্কর দিয়ে জয়লাভ করেছেন ট্রাম্প। কিন্তু অন্য বেশকিছু আসনে এখনও এগিয়ে রয়েছেন জো বাইডেন। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাইডেন এগিয়ে রয়েছেন ২৩৮ আসনে এবং ট্রাম্প এগিয়ে রয়েছেন ২১৩ আসনে। বাইডেন ট্রাম্পের বক্তব্যের পাল্টা জানিয়েছেন,” আমরা জয়ের পথেই রয়েছি। তবে এর জন্য কিছুটা সময় লাগবে।” বাইডেনের এই বক্তব্যের পর এই ট্রাম্প টুইটারে ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনেন। কিন্তু টুইটার এর পক্ষ থেকে তার এই কমেন্ট ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে চিহ্নিত করা হয়েছে।