Today Trending Newsআন্তর্জাতিকনিউজপলিটিক্স

আজ শপথ গ্রহণ করবেন জো বাইডেন-কমলা হ্যারিস, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Advertisement

ওয়াশিংটন ডিসি: টানটান উত্তেজনাপূর্ণ নির্বাচনের পর আমেরিকার (America) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন (Joe Biden)। করোনা (Coronavirus) পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উদাসীনতা কার্যত তাঁকে গদিচ্যুত করেছে। আর আজ, বুধবার (Wedneeday) বহুচর্চিত তথা নবনির্মিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন। কার্যত শপথ গ্রহণের পর বাইডেনের আগামী ঠিকানা হতে চলেছে হোয়াইট হাউস (White House)। এর পাশাপাশি একই দিনে আজ আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসও (Kamala Haris)।

জানা গিয়েছে, আজ রাত সাড়ে দশটা নাগাদ শপথ নেবেন বাইডেন। তরুণ প্রজন্মকে কাছে টানতে এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা বিশ্ব জুড়ে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানুষের মনে নিজের জায়গা করে কার্যত হোয়াইট হাউসের মসনদে বসতে চলেছেন আমেরিকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন। শপথ নেওয়ার অনুষ্ঠানের আগের মুহূর্তের প্রস্তুতি কার্যত সেরে ফেলা হয়েছে। হোয়াইট হাউস জুড়ে একেবারে সাজো সাজো রব।

তবে উল্টোদিকে থাকা ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে যেভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই কথা মাথায় রেখে এবং করোনা পরিস্থিতির কথা ভেবে এবারে প্রত্যেকবারের মতো জাঁকজমকপূর্ণভাবে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত করছে না আমেরিকা। যদিও শপথ শেষে একটি সেলিব্রেটিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার সঞ্চালনার দায়িত্বে থাকবেন টম হ্যাঙ্কস।

Related Articles

Back to top button