আগ্রা: ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনেক ঐতিহাসি জায়গার নাম বদল করতে দেখা গিয়েছে। এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ। এমনকি পরিবর্তন হয়েছে এলাহাবাদ স্টেশন এর নামও। আর এবার তিনি নাম পরিবর্তন করতে চলেছেন আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়ামের। মারাঠি বীর ছত্রপতি শিবাজীর নামে এই নির্মীয়মান মিউজিয়ামের নতুন নামকরণ করা হবে বলে জানিয়েছেন আদিত্যনাথ।
আগ্রার উন্নয়ন নিয়ে সোমবার হওয়া এক বৈঠক থেকে তিনি এই বার্তা দিয়েছেন। এ প্রসঙ্গে আদিত্যনাথ বলেছেন, ‘মুঘল আমাদের হিরো হয় কীভাবে? আগ্রার যেসব জায়গায় দাসত্বের গন্ধ আছে তা মুছে ফেলবে উত্তরপ্রদেশ সরকার। ছত্রপতি শিবাজী আমাদের হিরো। তাই ওনার নামে এই নির্মীয়মান মিউজিয়ামের নামকরণ করা হবে। উত্তরপ্রদেশে দাসত্বের কোনও সৌধের জায়গা নেই। শিবাজী মহারাজ আমাদের একমাত্র হিরো। জয় হিন্দ! জয় ভারত।
প্রসঙ্গত, অখিলেশ যাদবের সরকার এই মিউজিয়ামটি তৈরির পরিকল্পনা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই মিউজিয়ামে মুঘল সাম্রাজ্য ও তার ইতিহাসকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু রাজপাঠ বদল হতেই মিউজিয়ামের মূল ভাবনাই বদলে গেল।