সংবাদ জগতের ইন্দ্রপতন! প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দোপাধ্যায়

করোনা কেড়ে নিল আরো এক সাংবাদিকের প্রাণ। প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। কোভিড আক্রান্ত হয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তবে ফুসফুসের সংক্রমণ বেড়ে যায়। তাই ভেল্টিলেটর সার্পোটে রাখা হয়েছিল। রবিবার রাত ৯টা ২৫ মিনিটে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধায়ের ভাই ছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়।

এই বিশিষ্ট সাংবাদিকের বয়স হয়েছিল ৫৫ বছর। সাংবাদিক জীবন শুরু করেছিলেন প্রিন্ট মিডিয়া দিয়ে। এরপর ডিজিটাল মিডিয়াতে সাবলীলভাবে সংবাদ পরিবেশন করা শুরু করেছিলেন। বর্তমানে জি ২৪ ঘন্টার সম্পাদক ছিলেন তিনি।